Advertisment

India Vs Bangladesh: সৌরভ এবং চ্য়াপেলের রেকর্ড ভাঙতে পারেন কোহলি

বিরাট কোহলি মাঠে নামার আগেই রেকর্ডের গন্ধ পায় বাইশ গজ। এ এক নিত্য়নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তার ব্য়তিক্রম হচ্ছে না। একাধিক রেকর্ড ভাঙতে চলেছে কোহলির ব্য়াটে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli on verge of surpassing Sourav Ganguly and Greg Chappell

India Vs Bangladesh: সৌরভ ও চ্য়াপেলকে ছাপিয়ে যাওয়ার সুযোগ কোহলির সামনে

বিরাট কোহলি মাঠে নামার আগেই রেকর্ডের গন্ধ পায় বাইশ গজ। এ এক নিত্য়নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তার ব্য়তিক্রম হচ্ছে না। একাধিক রেকর্ড ভাঙতে চলেছে কোহলির ব্য়াটে।

Advertisment

সবার আগেই বলতে হবে এই রেকর্ডের কথা। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি।

আরও পড়ুন-India vs Bangladesh: যে পরিসংখ্য়ান আপনার জানা প্রয়োজন

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহককারীদের তালিকায় কোহলি এই মুহূর্তে রয়েছেন সাত নম্বরে। তাঁর ঝুলিতে রয়েছে ৭০৬৬ রান। ৮২টি ম্য়াচ খেলেছেন তিনি। সৌরভ রয়েছেন ঠিক তাঁর আগেই। ১১৩টি টেস্টে সৌরভ করেছেন ৭২১২ রান। কোহলির প্রয়োজন আর ১৫৭ রান। তাহলেই সৌরভকে টপকে ছ'নম্বরে চলে আসবেন তিনি।

ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করেছেন শচীন তেন্ডুলকর (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), সুনীল গাভাস্কর (১০১২২), ভিভিএস লক্ষ্মণ (৮৭১৮) ও বীরেন্দ্র শেহওয়াগ (৮৫৮৬)

আন্তর্জাতিক আঙিনাতেও কোহলির সুযোগ থাকছে একাধিক ক্রিকেটারকে ছাপিয়ে যাওয়ার। সেই তালিকায় রয়েছেন ক্রিস গেইল (৭২১৪), স্টিফেন ফ্লেমিং (৭১৭২) ও গ্রেগ চ্য়াপেল (৭১১০)

আরও পড়ুন-রেকর্ডের সামনে কোহলি-মুশফিকুর, মাইলস্টোনের গন্ধ মাখা ভারত-বাংলাদেশ সিরিজ

টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেনের কাছে সুযোগ রয়েছে অ্যালান বর্ডারকে টপকে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড করার। ৫১টি টেস্টে কোহলি ভারতকে ৩১টি টেস্টে জিতিয়েছেন। অন্য়দিকে বর্ডার ৯১টি টেস্টে ৩২ বার জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে।

টেস্ট অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশিবার দেশকে জেতানোর কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের। ১০৯টি টেস্টে তিনি ৫৩ বার দেশকে জিতিয়েছেন। এরপরেই রয়েছেন স্টিভ ওয়া (৫৭ ম্য়াচে ৫১টি জয়), ও ক্লাইভ লয়েড (৭৪ ম্য়াচে ৩৬)

India Sourav Ganguly Bangladesh Virat Kohli
Advertisment