/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/imgonline-com-ua-twotoone-jy9KlMoq5xCdQuT_copy_759x422.jpg)
শুক্রবার শুরু হচ্ছে ইন্দো-অজি সিরিজের ওডিআই দ্বৈরথ। আন্তর্জাতিক ক্রিকেটে অতিমারীর পর প্রত্যাবর্তন ঘটছে টিম ইন্ডিয়ার। এই সিরিজেই ধোনি, সৌরভ এমনকি শচীনের রেকর্ড চূর্ণ করায় পাখির চোখ করছেন বিরাট কোহলি।
অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত রেকর্ডের অধিকারী কোহলি। ওডিআইয়ে ১৭টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টি ম্যাচেই জিতেছেন তিনি। ওডিআই ক্রিকেটে নেতা হিসেবে সবথেকে বেশি জয়ের অধিকারী ধোনি। ২০ টি ম্যাচ জিতেছেন তিনি। সেই হিসাবে আর তিনটে ম্যাচ জিতলেই ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।
আরো পড়ুন: ইস্টবেঙ্গলের ‘ফিলিপ লাম’কে না আটকালে ভুগবেন হাবাস, সতর্কবার্তা বাগান প্রাক্তনীর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের শতকরা হিসাবে কোহলি ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (২১টি ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় ৮টিতে, হার ১৩টি, জয়ের শতকরা হার- ৩৮), সৌরভ (১৬টি ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় ৪টিতে, হার ১১টি, জয়ের শতকরা হার- ২৬) এবং ধোনিকে (৪০টি ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় ১৪টিতে, হার ২১টি, জয়ের শতকরা হার- ৪০)।
শুধু অধিনায়ক হিসাবেই নয়, ব্যাটসম্যান কোহলিও একাধিক মাইলফলকের সামনে। ইন্দো-অজি একদিনের সিরিজে দুই দল মিলিয়ে সবথেকে বেশি শতরানের মালিক শচীন, ৯টি। বিরাট কোহলি আসন্ন সিরিজে আর দুটো সেঞ্চুরি হাঁকালেই পেরিয়ে যাবেন মাস্টার ব্লাস্টারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০টি একদিনের ম্যাচে কোহলি ৮টি শতরান করেছেন। রোহিত শর্মার শতরানের সংখ্যাও ৮টি। তবে রোহিতকে সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রাম দেওয়ায় শচীনকে টপকে যাওয়ার বিষয়ে এগিয়ে কোহলি।
সিডনিতে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। এরপরে তিনটে টি২০ খেলার পর টেস্ট সিরিজ শুরু হবে এডিলেডে। অতিমারীর পরে আগেই ভারতীয় তারকারা ক্রিকেটে ফিরেছেন আইপিএলের মাধ্যমে। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলে খেলেই অস্ট্রেলিয়ার বিমানে চড়েছে টিম ইন্ডিয়া। চোট নিয়ে সংশয়ের কারণে এই সফরে নেওয়া হয়নি রোহিত শর্মা, ইশান্ত শর্মাকে। বিরাট কোহলি পুরো সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাবেন আসন্ন প্রসবা স্ত্রী অনুষ্কার সঙ্গে থাকতে। সেই কারণেই টেস্ট সিরিজে এডভান্টেজ অস্ট্রেলিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন