/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/kohli-759-10.jpg)
আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
কেউ তাঁকে কটাক্ষ করবেন, আর চুপচাপ সেটা তিনি হজম করে নেবেন, সে বান্দাই নন বিরাট কোহলি। গৌতম গম্ভীরের শ্লেষাত্মক মন্তব্যের জবাবে সপাটে বলে দিলেন, "আইপিএল জিততে না পারা নিয়ে যদি কেউ আমার মূল্যায়ন করতে বসে, আমার কিছু এসে যায় না।"
কী মন্তব্য করেছিলেন গম্ভীর? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একবারও আইপিএল জিততে না পারার প্রসঙ্গ টেনে এনে আরসিবি-অধিনায়ক বিরাটকে কটাক্ষ করে সম্প্রতি গম্ভীর বলেছিলেন, "বিরাটের ভাগ্য ভাল, আরসিবি ওকে এখনও ক্যাপ্টেন রেখে দিয়েছে।"
গম্ভীরের মন্তব্য নিয়ে বিরাটকে শুক্রবার চেন্নাইয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আজ দ্বাদশ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স মুখোমুখি হচ্ছে ধোনির চেন্নাই সুপার কিংসের। ম্যাচের আগের দিন প্র্যাকটিসের পর গম্ভীরের কটাক্ষ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাট বলেন, "আইপিএল জিততে না পারা নিয়ে কেউ যদি আমার মূল্যায়ন করতে বসে, তাতে আমার কিছু এসে যায় না।"
আরও পড়ুন: IPL 2019, CSK vs RCB Live Streaming: মাহি বনাম বিরাট, শেষ হাসি কার?
এখানেই থামেননি বিরাট। বলেছেন, "আমি অবশ্যই আইপিএল জিততে চাই। কিন্তু সেটা নিয়ে বাইরের লোক কী বলল না বলল, তা নিয়ে ভাবতে বসলে তো আমি খেলতেই পারব না। আমাকেও বাড়িতে বসে থাকতে হবে। আমি মাঠে সবসময় নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি যেটা চাইছেন, সেটা সবসময় ঘটে না মাঠে।"
বিরাট সঙ্গে আরও যোগ করেছেন, "আমাদের ভেবে দেখতে হবে কেন একবারও আমরা আইপিএল জিতি নি। চাপের মুখে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়তো অন্যতম কারণ। কিন্তু 'বাইরের লোক' কী বলছে, সেটা নিয়ে ভেবে চললে পাঁচটা ম্যাচও খেলতে পারব না।বাড়িতে বসে যেতে হবে।"
প্রসঙ্গত, আইপিএল-এর ইতিহাসে এখন পর্যন্ত তিনটি দল একবারও ট্রফি জেতেনি। কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।