রাজীব গান্ধী খেলরত্নের জন্য বিরাট কোহলির নাম মনোনীত করল বিসিসিআই। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য় মনোনয়ন পেয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ২০১৬-র পর এই নিয়ে দ্বিতীয়বার খেলরত্নের জন্য মনোনীত হলেন কোহলি।
২০১৬-তে রিও-তে বসেছিল অলিম্পিকের আসর। ব্রাজিলের মাটিতে অসাধারণ সাফল্যের সুবাদে তিন ভারতীয় ক্রীড়াবিদ, পিভি সিন্ধু, সাক্ষী মালিক ও দীপা কর্মকার খেলরত্ন পেয়েছিলেন। ফলে বোর্ডের মনোনয়ন সত্বেও কোহলি পাননি খেলরত্ন। যদি কোহলি এই পুরস্কার পান তাহলে শচীন তেণ্ডুলকর (১৯৯৭) ও মহেন্দ্র সিং ধোনির (২০০৭) পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পাবেন কোহলি।
আরও পড়ুন, নিজের শহরেই মোমের মূর্তি হয়ে যাচ্ছেন কোহলি
অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের নাম দ্রোণাচার্যর জন্য মনোনীত হয়েছে। চলতি বছর তাঁর কোচিংয়েই নিউজিল্যান্ডের মাটি থেকে দেশের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ ছিনিয়ে এনেছে। ২০১৬-তে অনূর্ধ্ব-১৯ দলকে তিনি বিশ্বকাপে রানার্স করিয়েছিলেন। এছাড়াও ভারতীয় এ দলকেও অনেক সাফল্য এনে দিয়েছেন দ্রাবিড়। তাঁর হাত ধরেই দেশের ভবিষ্য়তের ক্রিকেটাররা তৈরি হচ্ছে।দেশের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কর মনোনীত হয়েছেন ধ্যানচাঁদ পুরস্কারের জন্য। ক্রীড়াজগতে সর্বোচ্চ জীবনকৃতি সম্মান এটি। এদিন স্মৃতি মন্ধনা ও শিখর ধাওয়ানের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করেছে বোর্ড।
আরও পড়ুন, সৌরভকে পাঠানো চ্যাপেলের মেইলের কথা জানতেন বীরু