/indian-express-bangla/media/media_files/2025/07/16/virat-kohli-icc-record-2025-07-16-20-01-01.jpg)
Virat Kohli ICC Record: T20 ক্রিকেটে এখন অনন্য কৃতিত্বের মালিক 'কিং' কোহলি
Kohli all formats record: বিরাট কোহলি (Virat Kohli) T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন এক বছরেরও বেশি সময় ধরে, আর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন প্রায় দুই মাস আগে। তবু রেকর্ড গড়া থামেনি তাঁর। বুধবার আইসিসি (ICC Ranking) নতুন ব্যাটিং রেটিং পয়েন্টস প্রকাশ করেছে, আর সেখানেই ইতিহাস গড়েছেন কোহলি।
তিনি ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে এমন এক অনন্য কৃতিত্বের মালিক হয়েছেন যা বিশ্বের আর কোনও ব্যাটারের নেই। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ৯০০ বা তার বেশি রেটিং পয়েন্ট ছোঁয়া একমাত্র ব্যাটার এখন বিরাট কোহলি। এই রেকর্ড ভাঙা যে কোনও ব্যাটারের পক্ষেই সহজ হবে না, সেটা বলাই যায়।
T20 বিশ্বকাপের পর অবসর, তবু নতুন কীর্তি
২০২৪ আইসিসি T20 বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস খেলার পরই কোহলি T20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তখন তাঁর T20 রেটিং ছিল ৮৯৭, যা এখন বেড়ে ৯০৯ হয়েছে। ‘উইজডেন’-এর তথ্য অনুযায়ী, T20 ইন্টারন্যাশনালে কোনও ব্যাটারের এটি তৃতীয় সর্বোচ্চ রেটিং। তাঁর আগে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান (৯১৯) এবং ভারতেরই সূর্যকুমার যাদব (৯১২)।
আরও পড়ুন গম্ভীরের চাপেই কি কোহলি-রোহিতের অবসর? বিস্ফোরক আপডেট দিল BCCI
টেস্টে ৯৩৭ আর ওডিআই-তেও ৯০৯ রেটিং পয়েন্ট
বিরাট কোহলি ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় টেস্ট ক্রিকেটে ৯৩৭ রেটিং পয়েন্ট ছুঁয়েছিলেন, যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ আর মোট তালিকায় একাদশ সর্বোচ্চ রেটিং। সেই সিরিজে ১০ ইনিংসে দুইটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৫৯৩ রান করেছিলেন তিনি। সেই সফরে ভারতের বাকি ব্যাটাররা রান করতে হিমশিম খেলেও কোহলি একাই দাঁতে দাঁত চেপে লড়েছিলেন।
ওডিআই-তেও সেই ২০১৮ ইংল্যান্ড সফরে কোহলি ৯০৯ রেটিং পয়েন্ট ছুঁয়েছিলেন। তখন তিন ম্যাচের ওডিআই সিরিজে দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি ১৯১ রান করেছিলেন। এক সময় বিরাট কোহলি একসঙ্গে তিনটি ফরম্যাটেই (টেস্ট, ওডিআই, T20) বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন, যা ক্রিকেট ইতিহাসে বিরল গৌরব।
আরও পড়ুন প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিরাটের ছবি ভাইরাল, অনুষ্কার আগে কার প্রেমে পাগল ছিলেন কিং কোহলি?
T20-তে ১২৫ ম্যাচে ৪,১৮৮ রান
T20 ইন্টারন্যাশনালে কোহলি ১২৫টি ম্যাচ খেলে ৪,১৮৮ রান করেছেন। তাঁর গড় ৪৮.৬৯। এই ফরম্যাটে তিনি একটি শতরান ও ২৫টি অর্ধশতরান করেছেন। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২২। সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখনও তৃতীয় স্থানে রয়েছেন।