Virat-Rohit Retirement: গম্ভীরের চাপেই কি কোহলি-রোহিতের অবসর? বিস্ফোরক আপডেট দিল BCCI

Virat Kohli Rohit Sharma Retirement: দুই ক্রিকেটারের হঠাৎ অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কোচ গৌতম গম্ভীর, চিফ সিলেক্টর অজিত আগরকর বা বিসিসিআই কি এই দুই তারকাকে অবসর নিতে বাধ্য করেছিল?

Virat Kohli Rohit Sharma Retirement: দুই ক্রিকেটারের হঠাৎ অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কোচ গৌতম গম্ভীর, চিফ সিলেক্টর অজিত আগরকর বা বিসিসিআই কি এই দুই তারকাকে অবসর নিতে বাধ্য করেছিল?

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit-Virat Retirement: রোহিত-বিরাটের অবসরে পোয়াবারো ইংল্যান্ডের এমনটাই মনে করছেন প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার

Rohit-Virat Retirement: রোহিত-বিরাটের অবসর নিয়ে মুখ খুলল বোর্ড

India vs England Test 2025: ভারতীয় ক্রিকেটের দুই সবচেয়ে বড় নাম, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে পুরো ক্রিকেট জগতকে চমকে দিয়েছেন। সকলেরই আশা ছিল, এই দুই কিংবদন্তি ব্যাটার ইংল্যান্ড সফরে শেষবারের মতো সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন এবং ২০০৭-এর পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন পূরণে নামবেন। কিন্তু সেই সুযোগ আসার আগেই দু’জনে সবচেয়ে দীর্ঘ ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন। আর এতেই বিসিসিআই-এর (BCCI) ভূমিকা নিয়ে তুমুল প্রশ্ন উঠতে শুরু করে।

Advertisment

অবসরের প্রশ্নে মুখ খুলল বিসিসিআই 

এই দুই ক্রিকেটারের হঠাৎ অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কোচ গৌতম গম্ভীর, চিফ সিলেক্টর অজিত আগরকর বা বিসিসিআই কি এই দুই তারকাকে অবসর নিতে বাধ্য করেছিল? এই প্রসঙ্গে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা লন্ডনে এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন, ‘‘বিরাট কোহলি আর রোহিত শর্মা নিজেরাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআই-এর নীতি কখনওই কোনও খেলোয়াড়কে অবসরের জন্য চাপ দিতে নয়। এটা ওঁদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। দু’জনেই কিংবদন্তি এবং এখনও ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে খেলবেন। ওঁদের ভারতীয় ক্রিকেটে চিরকাল ‘কিংবদন্তী ব্যাটার’ হিসেবেই মনে রাখা হবে।’’

Advertisment

আরও পড়ুন পাকা দাড়িই যত নষ্টের গোড়া! টেস্ট অবসর নিয়ে আজব সাফাই বিরাট কোহলির

কয়েক মাসের মধ্যে দুই মহাতারকার অবসর 

এই বছর এপ্রিলেই ৩৮ বছর বয়সে পৌঁছানো রোহিত শর্মা ভারতের হয়ে ৬৭টি টেস্টে খেলেছেন এবং করেছেন ৪৩০১ রান। সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজ আর অস্ট্রেলিয়া সফরে তাঁর ফর্ম একেবারে খারাপ ছিল। সিডনি টেস্ট থেকে তিনি নিজেই সরে দাঁড়ান এবং এরপর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে অবসরের ঘোষণা করেন। অন্যদিকে বিরাট কোহলি লম্বা পোস্ট লিখে সোশ্যাল মিডিয়ায় নিজের টেস্ট অবসরের কথা জানান।

আরও পড়ুন 'স্বার্থপর না হয়ে দেশের কথা ভাবো'! রোহিতকে জোর ধমক 'শ্বশুরের', কী বললেন তিনি?

নতুন প্রজন্মের নেতৃত্বে ইংল্যান্ডে টিম ইন্ডিয়া 

বিরাট-রোহিতহীন ভারতীয় দল এখন শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডে খেলছে এবং তরুণরা ভালই লড়াই করছে। যদিও সিরিজে ১-২ (IND vs ENG) ব্যবধানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া, তবে একাধিক সেশনে ইংল্যান্ডকে ভালই চাপে ফেলেছে। লর্ডস টেস্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২২ রানে হেরেছে ভারত, তবে রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরাহর লড়াকু ব্যাটিং মন জিতেছে সবার। এবার ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট, যেখানে সিরিজ সমতায় ফেরানোর লড়াই চালাবে নতুন প্রজন্মের টিম ইন্ডিয়া।

Virat Kohli BCCI Rohit Sharma IND vs ENG