Advertisment

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিং: মগডালেই বিরাট-বুমরা

বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্যানের আসনটা ধরে রাখলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক টেস্টের পাশাপাশি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়েও রাজত্ব করছেন। অন্যদিকে বোলারদের মধ্যে যসপ্রীত বুমরাও রয়ে গিয়েছেন মগডালে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ind vs Aus 1st ODI Cricket Score Updates: যাদব-ধোনির ব্যাটে দুরন্ত জয় ভারতের

(ছবি-টুইটার)

প্রত্যাশা মতোই বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্যানের আসনটা ধরে রাখলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক টেস্টের পাশাপাশি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়েও রাজত্ব করছেন। অন্যদিকে বোলারদের মধ্যে যসপ্রীত বুমরাও রয়ে গিয়েছেন মগডালে। ২০১৮ সালটা অনবদ্য ফর্মে ছিলেন কোহলি। তাঁর ব্যাট ক্রিকেটের দুই ফর্ম্যাটেই শাসন করেছে। আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান-ডে ক্রমতালিকায় ৮৯৯ পয়েন্ট নিয়ে একে ক্যাপ্টেন হট। ৮৭১ পয়েন্ট নিয়ে দু’নম্বরে বিরাটের ডেপুটি রোহিত শর্মা।

Advertisment

কোহলি গত বছর দেশের জার্সিতে ১৪টি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন। ১৩৫.৫৫-এর গড়ে ১২০২ রান করেছেন তিনি। এর মধ্যে হাফ ডজন সেঞ্চুরিও রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১৬০ রানের ইনিংসই সর্বোচ্চ। রোহিতও ছিলেন দারুণ টাচে। ১৯টি ওয়ান-ডে খেলে ৭৩.৫৭-এর গড়ে ১০৩০ রান করেন তিনি। পাঁচটি সেঞ্চুরিও এসেছে হিটম্যানের ব্যাট থেকে। প্রথম দশে রয়েছেন রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান। তাঁর র‌্যাঙ্কিং ৯। 

আরও পড়ুন: এই দেশকে বাইশ গজে নয়া সদস্যপদ দিল আইসিসি

বুমরাও ২০১৮-তে ছিলেন আগুনে ফর্মে। দু’নম্বরে থাকা রশিদ খানের থেকে ৫৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নির্ভরযোগ্য বোলার যুজবেন্দ্র চাহাল রয়েছেন প্রথম দশে। ইংল্যান্ডের স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন ৬ নম্বরে।

আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচ বিরাটদের। খেলা হবে সিডনিতে। এরপরেই বিরাটরা উড়ে যাবেন নিউজিল্যান্ডে। কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে তারা। অজিদের বিরুদ্ধে দাপট দেখাতে পারলে কোহলি-রোহিতদের র‌্যাঙ্কিং অপরিবর্তিতই থেকে যাবে। এমনটা বলাই যায়। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দিয়েছে বোর্ড। ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সিতে দেখা যাবে তাঁকে।

cricket Virat Kohli ICC Ranking
Advertisment