/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Virat-Kohli-and-Yuvraj-Singh.jpg)
যুবরাজ সিং ও বিরাট কোহলি (টুইটার)
চলতি সপ্তাহের মঙ্গলবারেই ৩১তম জন্মদিনে পা রেখেছেন বিরাট কোহলি। ক্রীড়াদুনিয়ায় শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছিলেন তারকা ক্রিকেটার। যুবরাজ সিং-ও কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন টুইটারে। তার-ই এবার জবাব দিলেন ক্যাপ্টেন কোহলি।
বিরাট কোহলির জন্মদিনে পুরনো সময়ে বিরাটের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন যুবরাজ সিং। তারপরে ক্যাপশনে লেখেন, "এমনও দিন ছিল। আজকের দিনও রয়েছে। যেখানেই থাকো, খুশিতে থাকো। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক সবসময়। শুভ জন্মদিন, বিরাট কোহলি।"
আরও পড়ুন ধোনির অবসর নির্বাচকদের বিষয়: যুবরাজ সিং
বিরাট কোহলি অগ্রজ ক্রিকেটারের শুভেচ্ছা বার্তায় পালটা লেখেন, "ঈশ্বরের দেওয়া প্রত্যেকদিনই ভাল পাজি। রব রাখা। তোমাকে অনেক ভালবাসা।" বিরাট কোহলির এমন জবাব নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।
Uparwaale ke diye sab din mehr hain paji. Rab rakha. Lots of love to you always ????????
— Virat Kohli (@imVkohli) November 6, 2019
আরও পড়ুন জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কোহলি
যুবরাজের বার্থডে উইশ আবার সোশ্যাল মিডিয়ায় আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। যুবরাজের শুভেচ্ছা জানানোর ভঙ্গিমায় অনেকেই দুই ক্রিকেটার ব্যক্তিগত সম্পর্কের অধোপতনও লক্ষ্য করেছিলেন। জোর গুজব চলছিল যুবি-বিরাটের সম্পর্কে ভাঙন নিয়ে। তবে বিরাট কোহলি স্বয়ং জন্মদিনের শুভেচ্ছার পালটা জবাব দিয়ে সেই জল্পনায় ইতি টানলেন।
বর্তমানে ছুটিতে রয়েছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনি বিশ্রামে। অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা। যার নেতৃত্বেই রাজকোটে বৃহস্পতিবার ভারত সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। জন্মদিনের সময় স্ত্রী অনুষ্কার সঙ্গে ট্রেকিং করতে ভুটানে পাড়ি দিয়েছিলেন কিং কোহলি। ট্রেকিং করার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অনুষ্কা। ছুটি থেকে ফিরে চনমনে কোহলি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন।
Read the full article in ENGLISH