Advertisment

বিশ্রামে কোহলি, বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে নেতা রোহিত

বৃহস্পতিবারেই ঘোষণা করে দেওয়া হল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি২০ স্কোয়াড। টেস্টে বিরাট যথারীতি থাকলেও টি ২০ ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা ক্রিকেটারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Rohit Sharma

বিরাট কোহলি ও রোহিত শর্মা (টুইটার)

আগেই ইঙ্গিত মিলেছিল। এবার সরকারিভাবে জানানো হল, বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে রাখা হচ্ছে কোহলিকে। বিরাট কোহলির পরিবর্তে জাতীয় দলকে টি২০তে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে টেস্ট স্কোয়াডে যথারীতি কোহলি থাকছেন নেতা হিসেবে। গত দু-বছর ধরে টানা ক্রিকেট খেলে চলেছেন বিরাট। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে বিশ্রামে যেতে পারেন কোহলি, সেই ইঙ্গিত ছিল আগে।

Advertisment

বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও বিরাটকে বিশ্রামে পাঠানোর কথা ভাবা হয়েছিল নির্বাচকদের তরফে। তবে সেই সময় বিরাট নিজেই বিশ্রাম নিতে চাননি। বিশ্বকাপ কেটে গিয়েছে অনেকদিন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকেও পর্যুদস্ত করে সিরিজ জিতেছে ভারত। এরপরে টানা ক্রিকেট মরশুম। বাংলাদেশ সফরের পরে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসছে এদেশে। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। যদিও সেই সিরিজ এখনও চূড়ান্ত নয়।

আরও পড়ুন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ধোনি, খেলবেন বিশ্বকাপেও

তারপরে নিউজিল্য়ান্ড সফর শেষেই টি২০ বিশ্বকাপ। এর মাঝে আইপিএলেও খেলতে হবে। তাই বাংলাদেশ সিরিজই বিরাটের বিশ্রামের পক্ষে আদর্শ। টি২০তে নতুন মুখ বলতে শিবম দুবে। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার জায়গায় খেলবেন তিনি। মুম্বইয়ের তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে আরসিবির জার্সিতে টানা খেলে নজর কাড়ছিলেন। তারই পুরস্কার হিসেবে তিনি এবার জাতীয় দলের টি২০ জার্সিতে।

আরও পড়ুন ‘বিরাট কোহলি ও তাঁর দল আগামী পাঁচ বছর সারা বিশ্বে রাজত্ব করবে’

এদিকে, টেস্ট কিংবা টি২০ দুই স্কোয়াড থেকেই বিশ্রামে রাখা হয়েছে জসপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়াকে। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে মহেন্দ্র সিং ধোনির নাম ঘোষণা করা হয় কিনা, সেদিকেও কৌতূহল ছিল। তবে প্রত্যাশিতভাবেই ধোনি নেই স্কোয়াডে। জানা গিয়েছে, আগামী বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে পারেন তিনি। টি২০ বিশ্বকাপেও খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন মহাতারকা।

পাশাপাশি, টেস্ট ও টি২০তে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। তবে তাঁর উদ্বেগ বাড়িয়ে টি২০ স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে। টেস্টে কুলদীপ যাদব ফিরতেই জায়গা হারাতে হল রাঁচি টেস্টে দুরন্ত অভিষেক ঘটানো শাহবাজ নাদিম।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে, শার্দুল ঠাকুর

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ

Read the full article in ENGLISH

Bangladesh BCCI
Advertisment