সোমবার শেষবারের মত ভারতীয় ড্রেসিংরুমের সদস্য। মঙ্গলবার থেকেই জীবনটা অনেকটা আলাদা। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে মঙ্গলবার থেকে প্রাক্তন হয়ে গেলেন কোচ রবি শাস্ত্রী। আবেগঘন ভাষণে রবি শাস্ত্রী দলকে ধন্যবাদ জানালেন। শাস্ত্রী-কোহলির পার্টনারশিপে শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে জিতলেও গ্রুপ পর্ব থেকে লজ্জার বিদায় নিতে হয়েছে ভারতকে।
রোহিত শর্মা ব্যাটে ঝড় তুলে শাস্ত্রী-কোহলি জুটিকে বিদায় সম্ভাষণ জানালেন। শেষ বারের মত জাতীয় টি২০ দলের নেতৃত্ব দিলেন কোহলিও। নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের পর বিরাট কোহলি-রোহিত শর্মা নিজেদের ব্যাট উপহার দিয়ে দিলেন বিদায়ী কোচ রবি শাস্ত্রীকে।
আরও পড়ুন: ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ এবার RCB-র হেড স্যর! বড় নিয়োগে চমক কোহলিদের
বিরাট-রোহিতের সই সম্বলিত সেই ব্যাটের ছবি শেয়ার করেন ভারতীয় দলের ম্যানেজার গিরিশ ডংরে। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় রোহিত-কোহলির বেনজির মহার্ঘ্য উপহার।
জাতীয় দলের তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন কোহলি। তবে আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুর ঠিক আগেই কোহলি জানিয়ে দেন, টি২০-র নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি বিশ্বকাপের পরে। সরকারিভাবে এখনও ঘোষণা না করলেও কোহলির উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে, জাতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ চলাকালীনই বোর্ডের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে খোলনলচে বদল দলে! একাধিক নতুন মুখের ভিড়ে বাদ হার্দিক, বরুণরা
সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের পরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ক্যাপ্টেন রোহিতের প্রথম পরীক্ষা হতে চলেছে। রোহিতের দায়িত্ব পাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে রবি শাস্ত্রী বলে দিয়েছিলেন, "রোহিত একজন দারুণ নেতা। বহুবার আইপিএল ট্রফি জিতেছে। দলের ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্ব অনেকদিন সামলাচ্ছে। ও দলের নেতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন