Advertisment

আর একটা শতরান! তাতেই পণ্টিংকে পেরিয়ে শচীনকে স্পর্শ করবেন কোহলি

রেকর্ডের হিমালয়ের সামনে দাঁড়িয়ে কোহলি। রাজকোটে তিন অঙ্কের রান করলেই কোহলি নিজের ২০তম ওডিআই শতরান হাকিয়ে ফেলবেন। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি করেছেন ৮টি শতরান।

author-image
IE Bangla Web Desk
New Update
ind vs aus 1st odi mumbai

বিরাট কোহলি কি পারবেন শচীনের রেকর্ড ছুঁতে?

চার নম্বরে ব্যাটিং করার রণকৌশল কাজে আসেনি মুম্বইয়ে। বিরাট কোহলিকে নিজের তিন নম্বরে ব্য়াটিং করতে দেখা যেতে পারে রাজকোটেই। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, কোহলি তিন নম্বরে ব্যাট করলে সময় নিয়ে নিজের ইনিংস সাজাতে পারবেন। পাশাপাশি, দলের ইনিংসের গতিও সেট করে দিতে পারবেন।

Advertisment

তিন অথবা চার- যে নম্বরেই ব্যাটিং করুন কেন কোহলি, মহাতারকার সামনে থাকছেন দুই কিংবদন্তি। একজন রিকি পণ্টিং। অন্যজন স্বদেশীয় শচীন রমেশ তেন্ডুলকর। রাজকোটে আর একটা শতরানেই পণ্টিংকে পেরিয়ে যাবেন কিং কোহলি। ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৪২টি শতরান হাকানোর বিরল নজিরও অর্জন করবেন তিনি। অধিনায়ক হিসেবে কোহলি আপাতত পণ্টিংয়ের সঙ্গে ৪১টি শতরানে যুগ্মভাবে তালিকার শীর্ষে।

আরও পড়ুন বোর্ডের চুক্তি থেকে বাদ ধোনি! বড় ধাক্কায় অবসরের পথে মাহি

পাশাপাশি রাজকোটে শতরান হাকালে শচীনকে ছুয়ে ফেলবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি শতরান হাকানোর নজির রয়েছে শচীনের। অজিদের বিরুদ্ধে ৯টা শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। কোহলি ৮টি শতরানে দু-নম্বরে রয়েছেন। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় বিরাট আবার তিন নম্বরে রয়েছেন। শচীন ও রোহিতের পরে।

এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (ন্যূনতম ১০০০ রান করা) বেশি ব্যাটিং গড় নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় কোহলি চতুর্থ। তাঁর আগে রয়েছেন রোহিত শর্মা (৬০.২০), এবি ডিভিলিয়ার্স (৫৯.৫২) এবং ফাফ ডুপ্লেসিস (৫৪)।

আরও পড়ুন কোহলিদের ‘দুশমন’কে উপহার! ভিডিও ফাঁস কেকেআরের

রেকর্ডের হিমালয়ের সামনে দাঁড়িয়ে কোহলি। রাজকোটে তিন অঙ্কের রান করলেই কোহলি নিজের ২০তম ওডিআই শতরান হাকিয়ে ফেলবেন। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি করেছেন ৮টি শতরান।

জাম্পা ফ্যাক্টর- জাম্পা ফ্য়াক্টরকে মাথায় রাখতে হবে কোহলিকে। সীমিত ওভারের ক্রিকেটে অ্যাডাম জাম্পা কোহলিকে ৬বার আউট করে ফেলেছেন। বানি হয়ে গিয়েছেন একেবারে। জাম্পা রাজকোটেও সরাসরি তাঁর হাতে ক্যাচ তুলতে বাধ্য করেছিলেন কোহলিকে। রাজকোটে জাম্পা-ফ্যাক্টর পেরিয়ে স্বমহিমায় ফিরতে পারবেন কোহলি, সেটাই দেখার।

Virat Kohli Sachin Tendulkar
Advertisment