Advertisment

অনন্য় মাইলস্টোনের সামনে কোহলি, মাত্র ৭ ভারতীয় ক্রিকেটারের রয়েছে এই কৃতিত্ব

আধুনিক ক্রিকেটে সবচেয়ে আলোকিত ক্রিকেটার বিরাট কোহলি। ভারত অধিনায়ক আর রেকর্ড এখন সমার্থক। ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে থাকেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli set to make 400th international appearance

অনন্য় মাইলস্টোনের সামনে কোহলি, মাত্র ৭ ভারতীয় ক্রিকেটারের রয়েছে এই কৃতিত্ব

আধুনিক ক্রিকেটে সবচেয়ে আলোকিত ক্রিকেটার বিরাট কোহলি। ভারত অধিনায়ক আর রেকর্ড এখন সমার্থক। ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে থাকেন তিনি।

Advertisment

বিশাখাপত্তনমেও তার ব্য়াতিক্রম হচ্ছে না। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্য়াচে টস করার সময়ই রেকর্ডবুকে লেখা হয়ে যাবে তাঁর নাম। বুধবার ভারতের অষ্টম ক্রিকেটার হিসাবে ৪০০ তম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে চলেছেন বাইশ গজের কিং। এর আগে দেশের জার্সিতে মাত্র সাতজনই পেরেছেন চারশো বা তার বেশি ম্য়াচ খেলার অনন্য় নজির গড়তে।

আরও পড়ুন-Ind vs WI 2nd ODI, Vizag Weather Forecast and Pitch Report: বৃষ্টি কি থাবা বসাবে?

দেখতে গেলে বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএস রাজাশেখরা রেড্ডি এসিকে-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম তাঁর জন্য় পয়মন্ত। গত বছর এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১৫৭ রানের সুবাদে ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন।

দেশের জার্সিতে ৪০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন যাঁরা

১) শচীন তেন্ডুলকর-৬৬৪ (ভারত)

২) এমএস ধোনি-৫৩৮ (ইন্ডিয়া ও এশিয়া)

৩) রাহুল দ্রাবিড়-৫০৯ (ইন্ডিয়া, এশিয়া ও আইসিসি)

৪) মহম্মদ আজহারউদ্দিন-৪৩৩ (ইন্ডিয়া)

৫) সৌরভ গঙ্গোপাধ্য়ায়- ৪২৪ (ভারত ও এশিয়া)

৬) অনিল কুম্বলে-৪০৩ (ইন্ডিয়া ও এশিয়া)

৭) যুবরাজ সিং-৪০২

আরও পড়ুন-India vs West Indies 2nd ODI Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

কোহলি এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৩৯৯টি ম্য়াচ। ৮৪টি টেস্ট, ২৪০টি ওয়ানডে ও ৭৫টি টি-২০ ম্য়াচ খেলেছেন তিনি। দেখতে গেলে কোহলির ৪০০-র মাইলস্টোনে স্পর্শ করা শুধু সময়ের অপেক্ষা এখন।

India Virat Kohli West Indies
Advertisment