১ অগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু বিরাট কোহলিদের অ্যাসিড টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ এজবাস্টনে। তার আগে চেমসফোর্ডে ইংলিশ কাউন্টি দল এসেক্সের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলল বিরাটরা। ফিল্ডিংয়ে নামার সময় বিরাটদের নাচের দৃশ্য এখন ভাইরাল।
আরও পড়ুন: মেওয়েদারকে টপকে ইনস্টাগ্রামে কোহলির বাজিমাত
বাউন্ডারি লাইনের ধারে ঢোলের তালেই বিরাটদের স্বাগত জানানো হয়েছিল। আর পাঞ্জাবী গানের সুরে আর নিজেদের সামলাতে পারেননি কোহলি ও শিখর ধাওয়ান। তাঁরাও কোমর দোলান। কোহলি ক্রিকেটের বাইরে নাচটাও ভালই পারেন। সুযোগ পেলেই কোমার দোলান তিনি। মাঠে গ্যাংনাম স্টাইল হোক বা বিয়েতে পাঞ্জাবী গানে নাচ। এদিনও সেরকমটাই। ঢোলের তালে নাচলেন। এসেক্স ক্রিকেটই সেই ভিডিও টুইট করেছে। এবার প্রথম থেকেই এসেক্স বিরাটদের ভারতীয় সংস্কৃতির একটা স্বাদ দিয়েছে। কোহলিরা ব্যাট করতে নামার সময়ও এরকম উষ্ণতা অনুভব করেছেন।