Advertisment

বড় টুর্নামেন্ট জয়ে ফোকাস করতে হবে, বিরাটকে বার্তা সৌরভের

মঙ্গলবার বিকেলে সৌরভ দমদম বিমানবন্দর থেকে সোজা চলে এসেছিলেন সিএবি-তে। সাধারণ ক্রিকেট সমর্থক তো বটেই সিএবিতে বঙ্গ ক্রিকেট প্রশাসক, সাংবাদিকদের ভিড় ছিল দুপুর থেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় (এক্সপ্রেস ফোটো, শশী ঘোষ)

দ্বিপাক্ষিক সিরিজ জিতলেই শুধু হবে না। বিরাট কোহলিকে বড় টুর্নামেন্টে জিততে হবে। বোর্ড সভাপতি হয়ে প্রথমবার সিএবি-তে পা রাখার পরেই সাফ জানিয়ে দিলেন সৌরভ। বলে দিলেন, আরও বেশি করে আইসিসি টুর্নামেন্টে জেতায় পাখির চোখ করতে হবে কোহলিদের। "ভারতীয় দলকে বড় টুর্নামেন্টে জেতা অভ্যেস করতে হবে। প্রত্য়েকবারেই হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না। তবে ভারত সাতটা আইসিসি টুর্নামেন্টের একটাতেও চ্যাম্পিয়ন হতে পারেনি।" জানিয়ে দিলেন দাদা।

Advertisment

মঙ্গলবার বিকেলে সৌরভ দমদম বিমানবন্দর থেকে সোজা চলে এসেছিলেন সিএবি-তে। সাধারণ ক্রিকেট সমর্থক তো বটেই সিএবিতে বঙ্গ ক্রিকেট প্রশাসক, সাংবাদিকদের ভিড় ছিল দুপুর থেকেই। কেক কাটা, পুস্পস্তবক দিয়ে ভারতীয় ক্রিকেটের বর্তমান রাজা-কে সংবর্ধনা জানানো হয়। সেখানেই সাংবাদিক বৈঠক করেন তিনি।

আরও পড়ুন অমিত শাহর সঙ্গে প্রথমবার দেখা হল, রাজনীতির কোনও ব্যাপার নেই: সৌরভ

সাংবাদিকদের সামনে জাতীয় দলের বিষয়ে মুখ খুলে সৌরভ আরও জানান, "এখন ভারত অনেক পরিণত দল। তবে আইসিসি টুর্নামেন্টের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ভারতীয় দলে প্রতিভার কোনও অভাব নেই। আমরা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছি। তবে বিরাটকে এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল হতেই হবে। এটা কেবলমাত্র বোর্ডরুমে হয়না।"

আরও পড়ুন দাদা ইজ ব্যাক, সৌরভের জন্য প্রশংসা উপুর করছে টুইটার

বিরাটের নেতৃত্বে ভারত এখনও কোনও আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। শেষবার এমএস ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতেছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত অতীত। ২০২০, ২০২১-এ পরপর দু-বছর টি২০ বিশ্বকাপ রয়েছে। সেই বিষয়ে সৌরভের বক্তব্য, "সময় অনেকটা বদলে গিয়েছে। এই বিষয়টি আমাদের মেনে নিতেই হবে। যখন চ্যাম্পিয়ন্স ট্রফির আবির্ভাব হল, আমি অধিনায়ক ছিলাম। সেই সময় খুব বড়মাপের টুর্নামেন্ট ছিল এটি। তবে টি২০-র জমানায় সমর্থকরা বেশি মাত্রায় টি টোয়েন্টি ক্রিকেটে ঝুঁকেছেন। আইসিসিও এই বিষয়টি মেনে চলছে।"

Virat Kohli Sourav Ganguly BCCI
Advertisment