সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলছে ভারত। গত বুধবার বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যায়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে খেলা। আর এই ম্য়াচে টসের সময় ট্র্যাডিশনাল জার্সি প্যান্টের বদলে বিরাট কোহলি প্র্যাকটিস শর্টস পরে আসেন। অন্যদিকে অজি অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের পরনে ছিল টেস্টের পোশাকই।
কোহলি হতে পারেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, কিন্তু ক্রিকেটর খেলার বেসিকস ভুলে কীভাবে তিনি এরকম হাফ প্যান্টে টস করতে এলেন! এই মর্মেই নেটিজেনরা টুইটারে কোহলিকে ধুয়ে দিলেন। তাঁদের বক্তব্যের সারমর্ম একটাই। তাঁরা বলতে চেয়েছেন কোহলি যত বড় মাপের ক্রিকেটারই হোক না কেন, খেলার প্রতি এই অশ্রদ্ধা বরদাস্ত করা যায় না।
আরও পড়ুন: আপনি ওভাররেটেড, বললেন ফ্যান; দেশ ছাড়ুন, বললেন বিরাট
Disgraceful and disrespectful... There was time captains used to wear Blazers during toss.... This behavior is absolutely unpardonable....
— Prakash (@Prakash1049) November 28, 2018
Disrespectful act by @imVkohli wearing shorts during toss
— Im@khalidtantray (@KhalidTantray2) November 29, 2018
@ImViratkohli @imVkohli , you are amazing but it doesn’t mean that you will forget the basics ! Wearing shorts in a toss during a warmup match is completely not acceptable! You still have a long career ahead and I am sure you will break all the records !!! ???????????? #TeamIndia
— Sandeep Sarker (@SarkerSandeep) November 29, 2018
@BCCI made AN IDIOT as Team India's captain. A good batsman doesn't always mean A GREAT SPORTSMAN. To be A GREAT SPORTSMAN ONE NEEDS MANY MANY THINGS EXTRA OTHER THAN SPORTING SKILLS that @imVkohli seams doesn't have.
— Amitava Das (@AmitavaDas000) November 29, 2018
প্রস্তুতি ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৮৭ বলে ৬৪ রানের ইনিংস। ৭৩.৫৬-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ভারত অধিনায়ক। কোহলি ছাড়াও এই ম্যাচে পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারী। মাঠে হোক বা মাঠের বাইরে, কোহলিকে যেন বিতর্ক পিছু ছাড়ে না।
এই কিছুদিন আগেও নিজের অফিসিয়িয়াল অ্যাপের প্রমোশনল ভিডিও-র জন্য তুমুল সমালোচিত হয়েছিলেন তিনি। সেখানে তাঁকে একজন ফ্যান ওভাররেটেড ব্যাটসম্যান বলে আখ্যা দিয়ে জানিয়েছিলেন যে, তিনি কোহলির ব্যাটিং দেখতে পছন্দ করেন না। পাশাপাশি সেই ভারতীয়র সংযোজন ছিল যে, ইন্ডিয়ার খেলা দেখার থেকে সে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলা দেখতেই বেশি পছন্দ করেন। আর এর উত্তরে কোহলি বলেছিলেন, যে সেই ফ্যানের এই দেশে থাকার কোনও অধিকারই নেই। ভারতে থেকে অন্য দেশকে ভালবাসার কোনও মানেই হয় না।