Advertisment

বিশ্বকাপে ফিফটির হ্যাটট্রিক করলেন কিং কোহলি

IND vs AFG Live Cricket Score, World Cup 2019: বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্যান ৪৮ বলে কেরিয়ারের ৫২তম ওয়ান-ডে অর্ধ-শতরানটি করে ফেলেন। চলতি টুর্নামেন্টের ফিফটির হ্য়াটট্রিক করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Leads India's Recovery, Slams 52nd ODI Fifty

বিশ্বকাপে ফিফটির হ্যাটট্রিক বিরাটের (ছবি-টুইটার/বিসিসিআই)

IND vs AFG Live Cricket Score, World Cup 2019: 'বিরাট কোহলি ইজ অন ফায়ার'! ভারত অধিনায়ক আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছেন অনবদ্য ফর্মে। আফগানদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। ব্যাট করতে নেমেই ভারত সাত রানের মাথায় প্রথম উইকেট হারায়। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে রোহিত শর্মা এক রানের মাথায় মুজিবুর রহমানের বলে বোল্ড হয়ে যান।

Advertisment


এরপরই ক্রিজে আসেন কোহলি। রাহুলের সঙ্গে সেট হতে বেশি সময় নেননি তিনি। বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্যান ৪৮ বলে কেরিয়ারের ৫২তম ওয়ান-ডে অর্ধ-শতরানটি করে ফেলেন। চলতি টুর্নামেন্টের ফিফটির হ্য়াটট্রিক করলেন তিনি। চলতি টুর্নামেন্টে কিং কোহলির শুরুটা ভাল হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৮টি রান করেছিলেন তিনি। কিন্তু এরপরের দুটি ম্যাচে কোহলি টেম্পো ধরে নেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রান করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্য়াচেও ঝকঝকে ৭৭ রান এসেছে তাঁর ব্য়াট থেকে।

আরও পড়ুন: বিরাট মাইলস্টোনের সামনে কোহলি, সিংহাসনচ্যূত হতে পারেন শচীন-লারা

সাউথ্যাম্পটনে বিরাটের সামনে এক অনন্য মাইলস্টোন অপেক্ষা করে রয়েছে। বিরাটের প্রয়োজন আর ৫২ রান। তাহলেই তিনি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান পূর্ণ করে ফেলবেন। শচীন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ৪৫৩টি ইনিংস নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করতে। অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের লেগেছিল ৪৬৮টি ইনিংস। কোহলি যদি আগামিকাল সেঞ্চুরির থেকে আরও চারটি রান বেশি করতে পারেন, তাহলে তিনি মাত্র ৪১৬টি ইনিংস খেলে ২০০০০ রান করে ফেলবেন।

Virat Kohli India Afganisthan Cricket World Cup
Advertisment