Advertisment

পারলে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেখাও! সৌরভের বোর্ডকেই যেন সরাসরি চ্যালেঞ্জ কোহলির

Virat Kohli steps down: টি২০-র নেতা হিসেবে নিজেকে সরিয়ে নিয়ে বোর্ডকে যেন পরোক্ষে বার্তা দিলেন কোহলি- পারলে আমাকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে হঠিয়ে দেখাও!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নেতৃত্ব ছাড়ার জন্য অন্য কিছু নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেউ দুষছেন বিরাট কোহলি। গুরুত্বপূর্ণ বিষয় হয় কোহলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মোটেই নিজের নেতৃত্বের আত্ম-বিশ্লেষণ করেননি। কোহলি নেতৃত্ব ছাড়ার ঘোষণায় উঠে আসছে একাধিক প্রশ্ন। অতিমারীর ধকলের পরে ২০২০-র ডিসেম্বর থেকে ভারত আন্তর্জাতিক স্তরে মাত্র ৮টা টি২০ খেলেছে।

Advertisment

জাতীয় দলের টি২০ নেতৃত্ব নয়, বরং টি২০-র অধিনায়ক হিসেবে যাচাইয়ের অন্যতম মানদণ্ড আইপিএল। একইভাবে কোহলি কি আরসিবি নেতৃত্ব থেকেই সরে দাঁড়াবেন, এখন থেকেই প্রশ্ন উঠে গেল। কোহলির বক্তব্যই সঙ্ঘাতে পরিপূর্ণ। কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেও কোহলি কিন্তু তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন।

আরও পড়ুন: কোহলি মূল্যবান সম্পদ! নেতৃত্ব ছাড়ার বিরাট ঘোষণায় টুপি খোলা কুর্নিশ সৌরভের

সবথেকে দামি প্রশ্ন হল, কোহলির ওয়ানডে ক্যাপ্টেনশিপও কতটা সুরক্ষিত? রোহিত শর্মা যদি জাতীয় দলকে টি২০-তে নাগাড়ে ম্যাচ জিতিয়ে চলেন, তাহলে কোহলি কি ওয়ানডে নেতৃত্বও ধরে রাখতে পারবেন? টি২০ ক্যাপ্টেনশিপ ছাড়লেও ওয়ানডে নেতৃত্ব কেন ধরে রাখলেন কোহলি? প্রশ্ন উঠছে এই বিষয়েও। সম্ভবত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে নেতৃত্ব ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন কিং কোহলি।

আরও পড়ুন: রোহিতকে সরাতে বলেন কোহলি! কুৎসিত আবদারে ক্ষিপ্ত বোর্ডও, প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

উচ্চাকাঙ্ক্ষাই কোহলির ক্রিকেটীয় দর্শনের ট্রেডমার্ক। এই দর্শনেই বিশ্বজয় করেছেন তিনি। বৃহস্পতিবারের বিরাট ঘোষণা যেন কোথাও বোর্ডকে সরাসরি দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়ার বার্তা- টি২০'র নেতৃত্ব ছাড়লাম। এবার পারলে ওয়ানডে অধিনায়ক হিসেবে আমাকে হঠিয়ে দেখাও। তোমার কোর্টেই বল।

আরও পড়ুন: জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন কোহলি! IPL-এর আগেই মহা ঘোষণায় তোলপাড় ক্রিকেট

ঘটনা হল, অবসরের মত নেতৃত্ব ছাড়ার বিষয় সংশ্লিস্ট ক্রিকেটার একক সিদ্ধান্তে নিতে পারেন না। এটা নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের যৌথ সিদ্ধান্ত হিসাবেই দেখা হয়। ওয়ানডের নেতৃত্ব নিয়ে সম্ভবত রোহিত টি২০-তে জাতীয় দলকে কীভাবে পরিচালনা করেন, সেদিকে তাকিয়েই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

কোহলি স্বভাবে-চলনে-বলনে মহেন্দ্র সিং ধোনির বিপরীতে অবস্থান করেন। একজনের পাশে যদি স্বচ্ছন্দে ঠান্ডা ঠান্ডা কুল কুল বিশেষণ জুড়ে দেওয়া যায়, অন্যজনের সঙ্গে নিঃসন্দেহে বসবে 'গরমা গরম'। ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতেও বিপ্রতীপে বাসস্থান দুজনের। ধোনি সীমিত ওভারে কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য টেস্টের রাজসিংহাসন অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন। মন দিয়েছিলেন সীমিত ওভারের ফরম্যাটে। অন্যদিকে, কোহলি বরাবর জানিয়ে এসেছেন টেস্টই সেরার শিরোপা মাপার একমাত্র মানদণ্ড।

আর সেই বিচারে কোহলি টেস্টে যেভাবে দলকে পরিচালনা করছেন, তাতে দল বিদেশে সাফল্যের মুকুট পড়ছে নিয়মিত। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরেই যাঁর প্ৰমাণ পাওয়া গিয়েছে। টেকনিক্যালি হয়ত ধোনির সুতীব্র বিশ্লেষণী শক্তি মগজে নেই, তবে নিজস্ব উদ্ভাবনী পদ্ধতিতে কোহলি বাজিমাত করেছেন একের পর এক ম্যাচে। আর কোহলির নিজস্ব পদ্ধতির দারুণ পরিপূরক হয়ে উঠেছেন হেড কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভরত অরুণের মগজাস্ত্র।

কোহলির অধিনায়কত্বের সিভি-তে সবথেকে বড় আক্ষেপ আইপিএল স্বপ্ন অপূর্ণ থাকা। তবে জাতীয় টি২০ দলের নেতা হিসেবে কোহলি চলতি বছরে একটাও টি২০ সিরিজ হারেননি- ইংল্যান্ড (৩-২), অস্ট্রেলিয়া (২-১), শ্রীলঙ্কা (২-০) এবং নিউজিল্যান্ডের (৪-০) বিরুদ্ধে ফুল ফুটিয়েছে টিম ইন্ডিয়া। কোহলির নেতৃত্বের সমালোচনা ধারাবাহিকতার নয়, বরং ট্রফি ক্যাবিনেট শূন্য থাকা নিয়ে। একটাও আইসিসি ইভেন্ট জিততে না পারায় কোহলিকে একদিন না একদিন নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হত। সরিয়ে দেওয়ার আগেই কার্যত বোর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে চমকেই দিলেন কোহলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Indian Cricket Team Virat Kohli
Advertisment