/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/choto-1.jpg)
দেখুন কোহলির ক্য়াচের ভিডিও, অবিশ্বাস্য় বললেও কম বলা হবে
তিরুঅনন্তপুরমে দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতকে আট উইকেটে হারিয়েছে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার গ্রিনফিল্ড ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে ভারতীয় দলের ফিল্ডিংয়ের হতশ্রী চেহারা ফুটে উঠেছিল।
পরে ফিল্ডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট কোহলিও। কিন্তু রবিবার টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন এমন একটা ক্য়াচ নিয়েছেন যা ছাপিয়ে গিয়েছে ম্য়াচের ফলাফলকেও। সোশাল মিডিয়ায় এখনও চর্চা চলছে তাঁর সেই অবিশ্বাস্য় ক্য়াচ নিয়ে।
আরও পড়ুন-দুবের ঝকঝকে ফিফটি দেখল তিরুঅনন্তপুরম
ম্য়াচের ১৪ নম্বর ওভারে রবীন্দ্র জাদেজাকে পরপর দু'টি ছক্কা হাঁকিয়ে ছিলেন শিমরন হেটমায়ার । তিন নম্বর বলেও ঠিক একই ভাবে মারতে গিয়েছিলেন হেটমায়ার। কিন্তু কোহলি বাউন্ডারি লাইনে বলটিকে লক্ষ্য় করে ছুটে আসেন। তারপর শূন্য়ে নিজের শরীরটা ভাসিয়ে অনবদ্য় ক্য়াচটি তুলে নেন। ক্য়াচের ভিডিও দেখলেই বোঝা যাবে যে, কী অসাধারণ ফিট হতে পারেন একজন অ্যাথলিট।
আরও পড়ুন-সমতায় ফিরল উইন্ডিজ, আরব সাগরের তীরে সিরিজ ডিসাইডার
Stunner! Only if some of the other fielders get inspired by Virat Kohli.
What An Athlete. #INDvsWI#ViratKohlipic.twitter.com/Bzp7MZcORX
— Harish S Itagi (@HarishSItagi) December 8, 2019
It cannot get any better than this.
Virat Kohli takes an absolute stunner to dismiss Hetmyer in the 2nd T20I.#INDvWIpic.twitter.com/ofkEPNlORZ
— BCCI (@BCCI) December 8, 2019
.@imVkohli on THAT screamer???? #IndvWIpic.twitter.com/5uZovbhzMt
— BCCI (@BCCI) December 8, 2019
ম্য়াচের পর কোহলি বলছেন, “এটা সেরকমই একটা ক্য়াচ যেখানে বলটা এসে হাতে আটকে যায়। কিছুটা হলেও আলোর বাইরে চলে গিয়েছিল। কিন্তু আমি বলটা ধাওয়া করে দু'টো হাতই ছুঁড়ে দিয়েছিলাম। গত ম্য়াচে এক হাতে ধরার চেষ্টা করেছিলাম।”