Advertisment

দেখুন উড়ে গিয়ে এক হাতে ক্যাচ নিলেন বিরাট

অফস্টাম্পের বাইরের শর্ট পিচ বল কাট করার চেষ্টা করেন হ্যান্ডসকম্ব। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন ক্যাপ্টেন কোহলি। উড়ে গিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন তিনি। বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিট!

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

দেখুন উড়ে গিয়ে এক হাতে ক্যাচ নিলেন বিরাট (ছবি টুইটার)

অ্যাডিলেডে প্রথম টেস্টে উসমান খোয়াজার অনবদ্য ক্যাচে বিরাট কোহলির প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র তিন রানে। শুক্রবার পার্থে অসাধারণ একটা ক্যাচ নিয়ে লাইমলাইটে এলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ১৪৮ রানের মাথায় অজিরা হারায় তাদের চতুর্থ উইকেট। পিটার হ্য়ান্ডসকম্ব হন ভারতের চতুর্থ শিকার। ইশান্ত শর্মার বলে হ্যান্ডসকম্ব ছুঁড়ে দেন নিজের উইকেট। দুর্দান্ত ক্যাচ নেন কোহলি।

Advertisment

১৩৪ রানে তিন উইকেট হারিয়ে অজিরা বেশ কিছুটা চাপে পড়ে যায়। শন মার্শের সঙ্গে জুটি বেঁধে অজিদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ক্রিজে আসেন পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু তাঁকে সাত রানে ফেরান ইশান্ত। অফস্টাম্পের বাইরের শর্ট পিচ বল কাট করার চেষ্টা করেন হ্যান্ডসকম্ব। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন ক্যাপ্টেন কোহলি। উড়ে গিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন তিনি। বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিট!

আরও পড়ুন: দেখুন খোয়াজার অবিশ্বাস্য ক্যাচে যেভাবে আউট হলেন কোহলি!

ফিটনেসের জন্য় বরাবরই কোহলি আলাদা জায়গা করে নিয়েছেন বাইশ গজে। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের পাশাপাশি তিনি একজন বিশ্বমানের ফিল্ডারও। অতীতে একাধিকবার সেই প্রমাণ দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। কোহলির নেওয়া সেরা ক্যাচগুলির মধ্যেই থাকবে এই ক্যাচটা। অনবদ্য বললেও যা কম বলা হয়। এদিন পার্থে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী পাঁচ উইকেট হারিয়ে ২৩৯ তুলেছে অজিরা।

Virat Kohli India Australia
Advertisment