ইংল্যান্ডে সিরিজ ৩-১ হারার পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, তাঁরা ইংল্যান্ড দলের ভালো পারফরম্যান্সের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে। খেলাশেষে বিরাট বলেন, ইংল্যান্ড আগাগোড়া চাপ বজায় রাখে ভারতের ওপর, চতুর্থ দিনে কোহলি-রাহানে জুটি যখন ক্রিজে ছিলেন, তখনও। "আমার মতে, ইংল্যান্ড আমাদের জন্য টার্গেট সেট করতে সম্পূর্ণ সক্ষম। পিচ দেখে, বল ঘুরছে দেখে, চ্যালেঞ্জিং একটা স্কোর করতে পেরেছে তারা।"
তিনি আরও বলেন, "জিঙ্কস (অজিঙ্ক্য রাহানে) আর আমি জুটিটা বেঁধেছিলাম ভালোই, কিন্তু সবসময়ই চাপে ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত। টের পাচ্ছিলাম, মাঠে ওদের এগারোজনের প্যাশন, দেশের জন্য ম্যাচ জেতার অসম্ভব ইচ্ছে। সেই প্যাশন আমার এবং জিঙ্কসের মধ্যে ছিল না এমন নয়। কড়া টক্কর হচ্ছিল, ইংল্যান্ডের পক্ষেও কঠিন ছিল ওই সময়টা, কিন্তু ওরা টেনে দিল। টেস্ট ক্রিকেটের ওটাই মজা।"
আরও পড়ুন: সৌরভের রাজ্যে ক্রিকেট অ্যাকাডেমি করছেন ধোনি
চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৪৫ রানের। জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ভারতের টপ অর্ডারকে ধূলিসাৎ করে দেওয়ার পর ক্রিজ কামড়ে ধরেন কোহলি-রাহানে। চতুর্থ উইকেটে ১০১ রানের যোগদান, এবং প্রথম ও দ্বিতীয় সেশনের ওপর মোটামুটি একচ্ছত্র আধিপত্য। কিন্তু কোহলি আউট হওয়ার পরেই নামে পরিচিত ধ্বস, যেটা গিয়ে থামে ভারত ১৮৪ রানে অল আউট হওয়ার পর। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর মোইন আলি দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের প্রধান কারিগর হয়ে রইলেন।
"চতুর্থ দিনের শেষেও আমাদের মনে হয়েছিল ফিফটি-ফিফটি চান্স। কিন্তু আমাদের শুরুটা ভালো ছিল না, এবং ইংল্যান্ড প্রথম থেকেই চাপ বজায় রেখেছিল। আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু যথেষ্ট ছিল না। আমরা ভুল খুব একটা কিছু করি নি, পুরো কৃতিত্ব ওদেরই।"
প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারার অসাধারণ পারফরম্যান্স এবং দ্বিতীয় ইনিংসে কোহলি-রাহানের লড়াকু ব্যাটিং সত্ত্বেও ভারত সিরিজ হারল। "পূজারার ইনিংস কিয়ে কিছু বলার নেই। অসামান্য, এবং ওর জন্যই আমরা প্রায় ত্রিশ রানে এগিয়েছিলাম প্রথম ইনিংসে," বলেন বিরাট। "জো (রুট) বলছিল, যে দেখে না মনে হতে পারে, কিন্তু এই সিরিজটা কিন্তু একপেশে হয় নি। আমি সহমত, খেলে খুব আনন্দ পেয়েছি। দর্শকরাও দেখে আনন্দ পেয়েছেন। তাছাড়া, আমরা হার মানি নি। ওভালেও ঠিক একই মনের জোর নিয়ে নামব।"