/indian-express-bangla/media/media_files/2025/03/03/GbbSJJLzy4zXolLTpoqp.jpg)
Sunil Gavaskar-Virat Kohli: সুনীল গাভাসকার ও বিরাট কোহলি। (ছবি- ইনস্টাগ্রাম)
Virat Kohli-Pakistan's Star Cricketer-Sunil Gavaskar: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম ম্যাচে বিরাট কোহলির ব্যর্থতার পর তাঁকে আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের অনেকেই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স ভয়াবহ। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল, গ্রুপ পর্বে একটি ম্যাচও না জিতেই ট্রফি থেকে ছিটকে গিয়েছে। আর পাকিস্তান টিম তো নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে ম্যাচগুলোয় হেরেছে। আর বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে।
এই ব্যর্থতার পর পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভারতের বিরুদ্ধে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি বাবর। যার ফলে টুর্নামেন্টে তাঁর বাজে ফর্ম নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তারপরও প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মহসিন খান বাবরকে সমর্থন জানিয়ে বিরাট কোহলিকে এর মধ্যে টেনে এনেছেন। মহসিন বলেছেন, 'আমি একটা কথা পরিষ্কার বলতে চাই। বিরাট কোহলি বাবর আজমের তুলনায় কিছুই নয়; কোহলি আসলে শূন্য!'
যাইহোক বাবর আজমের সঙ্গে তাঁর তুলনা করে গায়ের ঝাল মেটানোয় পাকিস্তানের সমালোচকদের ওপর ক্ষুব্ধ কোহলির অনুরাগীরা। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার স্বয়ং কোহলির হয়ে সুর চড়িয়েছেন। এই ব্যাপারে গাভাসকর বলেছেন, 'ও যেটুকু পেয়েছে, তাতে কখনও সন্তুষ্ট হয় না। সবসময় আরও কিছু করতে চায়। ভারতের হয়ে খেলা ওঁর কাছে গর্বের ব্যাপার, সম্মানের ব্যাপার, এক বিশেষ সুযোগ। কোটি কোটি মানুষ ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে। সেটা টেস্ট ম্যাচ হোক বা ৫০ ওভারের খেলা বা টি২০ ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা। প্রত্যেক তরুণ ক্রিকেটারের এই স্বপ্ন, এই উচ্চাকাঙ্ক্ষা থাকে। বিরাট কোহলির জন্য সেই উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখাটাই তাঁকে প্রতিটি ম্যাচে সেরা হতে অনুপ্রাণিত করে।'
আরও পড়ুন- শ্রেয়সের বদলি খুঁজে পেলেন শাহরুখ! নতুন অধিনায়কের নাম ঘোষণা কেকেআরের
এতেই না থেমে গাভাসকার আরও বলেন, 'ও শুধুমাত্র যে রানই করে, তা কিন্তু না। ওঁর মাঠের মধ্যে খেলার প্রতি নিষ্ঠা, বল ধরার জন্য ডাইভ দেওয়া, দ্রুত বল উইকেটকিপার বা বোলারের কাছে ফেরানো, দলের জন্য রান বাঁচানোর চেষ্টা- সবেতেই খেলার জন্য খিদে ধরা পড়ে। ভারতের প্রতি ওঁর এই নিঃস্বার্থ লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা, একজন শিক্ষার্থীর প্রায় ক্রিকেটের অধ্যাপক হয়ে ওঠার মত ঘটনা। ও ছাত্র থেকে শিক্ষক হয়েছে এবং যদি বলতে হয়, এখন ও ভারতীয় ক্রিকেট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের মত তরুণ খেলোয়াড়দের কাছে কোহলির পাশে বসে তাঁর প্রস্তুতি দেখাটাই এক বিরাট শিক্ষা।'