Advertisment

Cheteshwar Pujara on Virat Kohli's New Ball Struggles at Gabba: নতুন বলে খেলার মত টেকনিকই নেই কোহলির, বিরাট মন্তব্যে ঘি ঢাললেন এবার পূজারা

Border Gavaskar Trophy: কোহলি এতটাই শোচনীয় ফর্মে যে অবসরের দাবি জোরালো হয়ে উঠেছে। অবসর না নিলে সরাসরি বাদ দেওয়ার আওয়াজও উঠেছে। মুখ খুললেন পূজারাও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Pujara on Kohli's technique

Pujara on Kohli's technique: কোহলির টেকনিকে ভুল পেলেন পূজারা (টুইটার)

Cheteshwar Pujara on Virat Kohli's technique and struggles against New Ball: বিরাট কোহলি নতুন বল খেলতে পারেন না। গাব্বায় প্রথম ইনিংসে কোহলি মাত্র ৩ রানে আউট হওয়ার পর এমনটাই অভিযোগ করলেন চেতেশ্বর পূজারা। কোহলি এই সিরিজে পাঁচ ইনিংস খেললেন। কিন্তু, তার মধ্যে চারটিতেই তিনি নতুন বলে খেলেছেন, আর, তাতে আউট হয়েছেন।

Advertisment

কেবল পার্থে ভারতীয় ওপেনাররা দীর্ঘক্ষণ ব্যাটিং করায় তিনি পুরোনো বলে খেলার সুযোগ পান। আর, সেটা ছিল পার্থের দ্বিতীয় ইনিংস। সেখানে তিনি সেঞ্চুরি করেন। এমনটাই ধারণা পূজারার। সোমবার বর্ডার-গাভাসকার ট্রফির গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার পেসার জোশ হ্যাজলউডের অফ-স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে কোহলি আউট হয়েছেন।

তাঁর ক্যাচ ধরেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। এই আউটের পরই সংবাদমাধ্যমকে কোহলির আউট হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পূজারা ওই পুরোনো বলের তত্ত্বের কথা বলেন। তিনি বলেন, 'ও নতুন বল খেলতে বাধ্য হয়েছে। ও যখনই নতুন বল খেলেছে, তখনই আউট হয়েছে। পুরনো বল খেলেই পার্থে সেঞ্চুরি করেছিল। সুতরাং, ওঁর আউট হওয়ার এটাও একটা বড় কারণ।'

আরও পড়ুন: ১০ জনে মাঠে নামতে বাধ্য হল অস্ট্রেলিয়া! গাব্বা টেস্টে চরম বিপর্যয়ে অজিরা

Advertisment

এই ব্যাপারে পূজারা বলেন, 'ও নতুন বলে ঠিকমতো খেলতে পারে না। ওঁর ১০, ১৫ বা ২০ ওভারের পরে ব্যাটিং করা উচিত। ও নতুন বল খেললে, বোলাররা অনেক বেশি চাঙ্গা থাকে। ওঁদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকে। প্রতিপক্ষ দল দুই উইকেট (রোহিত, বিরাট) পেলেই গোটা ভারতীয় দলটা বিরাট ধাক্কা খায়। তাই বিরাটের ব্যাটিংটা কোনও সহজ ব্যাপার না।'

টেস্ট ব্যাটার হিসেবে এটাই কোহলির সবচেয়ে খারাপ বছর। ১৭ ইনিংসে করেছেন ৩৭৬ রান। গড় ২৫.০৬। এর ফলে কোহলির টেস্ট ক্যারিয়ারের গড় ৪৭.৪-এ নেমে এসেছে। যা আট বছরে সর্বনিম্ন।

পূজারা এই প্রসঙ্গে বলেন, 'ম্যাচে দেখা যাচ্ছে ও কিছু বল ছেড়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু, পারছে না। ওঁর ব্যাটটা ওখানে চলে যাচ্ছে। এটা ওঁকে নিজেকেই থামাতে হবে। ওঁর মানসিকতা বদলাতে হবে। ও অফ-স্টাম্পের বাইরে ডেলিভারি খেলছে, তখনই আউট হচ্ছে। যদি ওঁকে ওইসব বলগুলো ছেড়ে দিতে হয়, তবে এজন্য ওঁকে নিজের মনকে শক্ত করতে হবে।'

Team India Team-India Cheteshwar Pujara Border-Gavaskar Trophy Virat Kohli Indian Team Team India Indian Cricket Team India Cricket Team
Advertisment