Advertisment

আউট না-হয়েও ড্রেসিংরুমে ফিরে এলেন কোহলি, টুইটার বলছে 'কেন করলে এরকম?'

আউটের পর কোহলি ড্রেসিংরুমে গিয়েও নিজের হতাশা প্রকাশ করেন। ব্য়াটটি হাতে নিয়ে বারবার শেডো করেন। এমএস ধোনি তাঁকে বোঝান যে, কোহলির ব্যাটের হাতল আলগা হওয়াতেই এই আওয়াজ হয়েছে। আইসিসি নিজেদের ওয়েবসাইটে এই ভিডিও প্রকাশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli Walks Off Despite Being Not Out But Cricket Fans Stay Back For Memes

আউট না-হয়েও ড্রেসিংরুমে ফিরে এলেন কোহলি, টুইটার বলছে 'কেন করলে এরকম?'

রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহারণ আরও কিছুক্ষণ বিরাট কোহলির ব্যাটে রানের রংমশাল দেখতে পারত। কিন্তু ভারত অধিনায়ক নিজেই সেই রংমশাল নিভিয়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে সাতে সাত করার ম্যাচে কোহলির ব্যাট থেকে ৬৫ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস এসেছিল।

Advertisment

মহম্মদ আমিরের বাউন্সার নিক করতে গিয়ে আউট হন কোহলি। বলা ভাল উইকেটটি পাকিস্তানকে উপহার দিয়ে আসেন তিনি। ফাইন লেগে পুল করতে গিয়ে সরফরাজের হাতে ক্যাচ আউট হয়ে যান কোহলি। কোহলি নিজে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন। কিন্তু ধারভাষ্য়কার সঞ্জয় মঞ্জরেকর সঙ্গেসঙ্গেই বলছন যে, কোহলি আউট ছিলেন না। হাওয়ায় ব্যাট কাটার আওয়াজ এটা। এমনকী আলট্রা এজেও ধরা পড়েনি কিছু। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই বলছেন কোহলির অতিরিক্ত সততার নিদর্শন এটা। কেউ বলছেন কোহলি প্রকৃত স্পোর্টসম্যানশিপের নিদর্শন দিয়েছেন। কেউ কেউ আবার হতাশ হয়েই বলেছেন, কেন বিরাট রিভিউ নিল না! কারোর মতে এটা ফাদার্স ডে-তে কোহলির উপহার। টুইটারে ঝড় বয়ে গেল।

আরও পড়ুন: পিঠ চাপড়ে হৃদয় জয় কোহলির, সৌজন্যের ঘটনা মন কাড়ল পাকিস্তানিদের

আউটের পর কোহলি ড্রেসিংরুমে গিয়েও নিজের হতাশা প্রকাশ করেন। ব্য়াটটি হাতে নিয়ে বারবার শেডো করেন। এমএস ধোনি তাঁকে বোঝান যে, কোহলির ব্যাটের হাতল আলগা হওয়াতেই এই আওয়াজ হয়েছে। আইসিসি নিজেদের ওয়েবসাইটে এই ভিডিও প্রকাশ করেছে।

Virat Kohli pakistan India Cricket World Cup
Advertisment