/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/Capture.jpg)
নতুন রেকর্ড গড়লেন বিরাট (ফেসবুক)
বিরাট কোহলি এখন গ্লোবাল সুপারস্টার। ক্রিকেটের যেকোনও ফর্ম্যাটেই স্রেফ কোহলি-রাজ। ব্যাটের উদ্ধত শাসনে কোহলি দুনিয়া জয় করেছেন- একথা বলাই বাহুল্য। দিল্লির বছর তিরিশের ক্রিকেটারের সান্নিধ্য পেতে উতসাহী ভক্তকুল। তবে বছর পাঁচেক আগে কোহলি ছিলেন অনেকটাই আলাদা। বাইশগজে রঙ ছড়াতে শুরু করলেও কোহলি ছিলেন সম্ভাবনাময়দের তালিকাতেই। সেই সময়েই কোহলি নাকি বিখ্যাত ইংরেজ মহিলা ক্রিকেটার সারা টেলরের সান্নিধ্য পেতে উন্মুখ ছিলেন। এমন খবরই ফাঁস হয়ে গেল।
আরও পড়ুন IPL 2019 KKR vs DC Highlights: হেসেখেলে জিতল দিল্লি, শিখর একাই ‘প্রায়’ ১০০!
সারা টেলরের বন্ধু কেট ক্রসই একথা জানিয়ে টুইট করেছেন সোশ্যাল মিডিয়ায়। চলতি সপ্তাহেই কেট ক্রসের টুইট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিরাট কোহলির সঙ্গে সারা টেলর সহ দুই মহিলা ক্রিকেটার। ক্রস লিখেছেন, "৫ বছর হয়ে গেল বিরাট কোহলি যেদিন তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল।" সেই টুইট রিটুইট করে সারা টেলর আবার লিখেছেন, "এমন অদ্ভুত ওয়েক আপ কল আগে মেলেনি। ৫টার সময়ে ব্রেকফাস্ট!"
5 years ago since @imVkohli wanted to meet you @Sarah_Taylor30!! pic.twitter.com/dRi5XKcwqh
— Kate Cross (@katecross16) April 7, 2019
বিরাট কোহলির প্রেমে অবশ্য সারা টেলর নন, ড্যানিয়েল ওয়াট পাগল হয়েছিলেন। প্রকাশ্যেই বিবাহ-প্রস্তাব দিয়েছিলেন কোহলিকে। সেই নিয়ে একপ্রস্থ সোশ্য়াল মিডিয়ায় হুল্লোড় শুরু হয়েছিল। এবার অন্য এক ইংরেজ তারকাকে নিয়ে কোহলি-র এমন কীর্তি ফাঁস হয়ে যাওয়া নিয়ে উত্তাল নেট পাড়া।
One of the more bizarre wake up calls I've ever had ????. #5ambreakfast
— Sarah Taylor (@Sarah_Taylor30) April 7, 2019
এমন খবরে অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া কী, তা অবশ্য জানা যায়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us