scorecardresearch

বড় খবর

শুধু একটি রেকর্ডই ভাঙতে পারবেন না কোহলি, বললেন স্টিভ ওয়া

বিরাট কোহলির ব্যাটে সব রেকর্ড ভাঙার ইঙ্গিত পাচ্ছে ক্রিকেটমহল। শেষ কয়েক বছর কোহলি রয়েছেন অনবদ্য ফর্মে। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন তিনি। প্রতিদিন লিখছেন নতুন ইতিহাস।

Steve Waugh and Virat Kohli
শুধু একটি রেকর্ডই ভাঙতে পারবেন না কোহলি, বললেন স্টিভ ওয়া (ছবি টুইটার)

বিরাট কোহলির ব্যাটে সব রেকর্ড ভাঙার ইঙ্গিত পাচ্ছে ক্রিকেটমহল। শেষ কয়েক বছর কোহলি রয়েছেন অনবদ্য ফর্মে। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন তিনি। প্রতিদিন লিখছেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াও মনে করেন যে, কোহলির ব্যাটেই ভাঙবে বাইশ গজের সব রেকর্ড। কিন্তু একটি মাত্র রেকর্ডই ভাঙতে পারবেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। আর সেই রেকর্ডটি হল ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের। এমনটাই মত অজি কিংবদন্তির।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন ওয়া। সে দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলছেন, “ কোহলির রানের খিদে আর প্যাশনটাই আলাদা। ওর ফিটনেস, ইচ্ছাশক্তি আগ গভীরতা বুঝিয়ে দেয় যে, খেলাটা ও কত’টা ভালবাসে। ও যদি গুরুতর চোট না-পায় তাহলে ও সব রেকর্ড ভেঙে দেবে একদিন। কিন্তু কোহলি পারবে না ব্র্যাডম্যানের গড় টপকাতে।” ব্র্যাডম্যান জীবনের শেষ ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও রান করেই আউট হয়েছিলেন। যদিও তাঁর অস্ট্রেলিয়া ১৪৯ রানেই ব্রিটিশদের বিরুদ্ধে জয় পেয়েছিল। ব্র্যাডম্যান ৯৯.৯৯ গড়েই ব্যাট তুলে রাখেন ক্রিকেট থেকে। আর এই রেকর্ডই অক্ষত থেকে যাবে বলে মত স্টিভের।

আরও পড়ুন: কোহলিকে জন্মদিনের অনন্য উপহার, মুম্বইয়ের শিল্পীর ‘বিরাট’ কীর্তি

২০১৬-র জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কোহলি ৭৮২৪ রান করেছেন। এই সময়ে সারা পৃথিবীতে কোনও ব্যাটসম্যান এত রান করতে পারেননি। এরপরেই ইংল্যান্ডের জো রুট (৬৩৭১ রান)। কোহলির কেরিয়ারের ৩৮টি ওয়ান-ডে সেঞ্চুরির মধ্যে ২৮টি এসেছে শেষ দু’বছরে। অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও কোহলির ডেপুটি রোহিত শর্মার ব্যাট থেকে এই সময়ের মধ্যে এসেছে ১৬টি ওয়ান-ডে সেঞ্চুরি। কোহলির ব্যাটিং গড়ের ধারেকাছে নেই তাঁর প্রতিদ্বন্দ্বীরা। কিংয়ের ব্যাটিং গড় ৭৫.২৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীও তাঁর থেকে অনেকটা পিছিয়ে। অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্যাপ্টেন স্টিভ স্মিথের গড় ৫৩.৪১।উইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজেও রেকর্ডের সঙ্গে ঘর করেছেন কোহলি। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে শচীনকে টপকে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ১০,০০০ রান করেছেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে টানা তিনটি ওয়ান-ডে ম্যাচে সেঞ্চুরি এসেছে কোহলির।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli will break all records except don bradmans average says steve waugh