Advertisment

৭৫-৮০টি ওয়ানডে শতরান করবেন বিরাট, ভবিষ্য়দ্বাণী ওয়াসিম জাফরের

বিরাট কোহলি ৫৯.৯১ এর গড়ে ১১৪০৬ রান করেছেন ২৩৮টি ওয়ানডে ম্য়াচে। সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে রানসংগ্রাহকদের মধ্য়ে কোহলি রয়েছেন আটে। তিনি টপকে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli will get 75-80 ODI hundreds, predicts Wasim Jaffer

৭৫-৮০ টি ওয়ানডে শতরান করবেন বিরাট, ভবিষ্য়দ্বাণী ওয়াসিম জাফরের (ছবি-টুইটার/বিসিসিআই)

বিরাট কোহলি আজ বাইশ গজের প্রকৃত রানমেশিন। অবলীলায় তিনি সেঞ্চুরি হাঁকতে পারেন একের পর এক প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে কোহলি কেরিয়ারের ৪২ নম্বর ওয়ান-ডে শতরানের স্বাদ পেয়েছেন। পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে কোহলি ৭৫-৮০টি সেঞ্চুরি করবেন। এমনটাই ভবিষ্য়দ্বাণী প্রাক্তন ভারতীয় ব্য়াটসম্য়ান ওয়াসিম জাফরের। টুইট করেই একথা জানিয়েছেন জাফর।

Advertisment


ইংল্য়ান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে কোহলি পাঁচটি হাফ-সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি তিনি। ১১ ইনিংসের পর বাইশ গজের রাজার ব্য়াট থেকে এসেছে শতরান। জাফর লিখলেন, "১১ ইনিংসের বিরতির পর পরিষেবা স্বাভাবিক হলো। আরও একটি আন্তর্জাতিক শতরান বিরাটের। বিরাট ৭৫-৮০ টি ওয়ান-ডে সেঞ্চুরি করবে। এটাই আমার ভবিষ্য়দ্বাণী।"

Advertisment

ভারতীয় টেস্ট ওপেনারদের মধ্য়ে জাফর ছিলেন অন্য়তম। ৩১টি টেস্ট ম্য়াচে দু'টি দ্বি-শতরান, পাঁচটি শতরান ও ১১ টি ফিফটি করেন তিনি। জাফরের গড় ৩৪.১১। লাল বলের ক্রিকেটে ১৯৪৪ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন: কোহলির ব্য়াটে রেকর্ডের ছড়াছড়ি, কী কী নজির গড়লেন বাইশ গজের কিং?

বিরাট কোহলি ৫৯.৯১ এর গড়ে ১১৪০৬ রান করেছেন ২৩৮টি ওয়ানডে ম্য়াচে। সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে রানসংগ্রাহকদের মধ্য়ে কোহলি রয়েছেন আটে। তিনি টপকে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। ৩১১টি ওয়ান-ডে ম্য়াচ খেলে প্রাক্তন ভারত অধিনায়ক করেছিলেন ১১,৩৬৩ রান। কোহলি মাত্র ২৩৮টি ওয়ানডে খেলেই সেই রান ছাপিয়ে গেলেন। পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে কোহলিই এখন দেশের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে। কোহলির আগে শুধুই শচীন (১৮, ৪২৬ রান)

Virat Kohli
Advertisment