হাতে আর চার দিন। তারপরেই কলকাতায় অনুষ্ঠিত হবে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট। গোলাপি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্রিকেটের স্বর্গোদ্য়ান। ভারতীয় ক্রিকেটে নয়া অধ্য়ায় লিখতে চলেছে ইডেন গার্ডেন্স।
কোহলি অ্যান্ড কোং গোলাপি বলে জোরকদমে প্র্য়াকটিসও শুরু করে দিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামেই চলছে প্রস্তুতি। বিসিসিআই সেই ছবি আর ভিডিও শেয়ার করেছে টুইটারে। সকলেই মুখিয়ে আছেন কলকাতায় খেলার জন্য়।
আরও পড়ুন-এক টেস্ট খেলেই বিদায়! ইডেনে বিকাশের যন্ত্রণার শরিক হবেন শচীন-সৌরভও
বিসিসিআই প্রেসিডেন্ট ও ইডেনের ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলছেন যে কানায় কানায় পূর্ণ গ্য়ালারিই দেখতে চলেছেন বিরাটরা। সংবাদসংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির ভূয়সী প্রশংসা করেই বললেন, "কোহলি অসাধারণ ক্রিকেটার। ওর ভরা মাঠেই খেলবে। ও যখন প্রথম দিন ব্য়াট করতে নামবে হাউসফুল ইডেন দেখে খুশিই হবে। ইডেনের পরিবেশ দেখে সকলেই মুগ্ধ হবে। আমি সবাইকে মাঠে এসে খেলা দেখতে বলব। দেশের মহান ক্রিকেটাররা কখনই ফাঁকা স্ট্য়ান্ডে ক্রিকেট খেলবে না। প্রথম তিন দিন মাঠ কানায় কানায় ভর্তি থাকবে।"
আরও পড়ুন-স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট পেলেন সৌরভ
সৌরভ মনে করছেন ডে-নাইট ফর্ম্য়াটে টেস্ট ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার হবে। এ প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের মত," সারা পৃথিবীতে ডে-নাইট ক্রিকেট হয়। ক্রিকেটের বিচারে ভারত বৃহত্তম দেশ। এটা শুরু করতেই হতো। আমার মনে হয়ে টেস্টে এই নতুন জীবনদানটা প্রয়োজন। আমাদের চ্য়ালেঞ্জই হচ্ছে মানুষকে মাঠে ফেরানো। আজ পৃথিবীর যে কোনও প্রান্তে ভারত-পাকিস্তান ম্য়াচ হলে গ্য়ালারি ভর্তি হয়ে যায়। শুধু একবার ঘোষণা করলেই হয়, মাঠ এমনিই ভর্তি হয় যায়। আমরা ইডেন টেস্টে প্রথম তিন দিনই ৬৫০০০ দর্শকে ভরিয়ে তুলব।"