ওয়েস্ট ইন্জিজে রয়ছে বিরাট কোহলি অ্য়ান্ড কোং। টি টোয়েন্টি- ওয়ান ডে সিরিজে উইন্ডিজকে পর্যুদস্ত করার পর এবার ভারতের চোখ দু'ম্য়াচের টেস্ট সিরিজে। আগামী ২২ অগাস্ট থেকে অ্যান্টিগার স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ অগাস্ট থেকে জামাইকার সাবিনা পার্কে।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে অ্যান্টিগায় তিন দিনের প্রস্তুতি ম্য়াচ খেলছে ভারত। যদিও কোহলি এই ম্য়াচে অংশ নেননি। অ্যান্টিগায় বসে কোহলি জানালেন যে, ২০০৮ সালের ১৯ অগাস্ট অর্থাৎ আজকের দিনেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে ১১টা বছর কাটিয়ে ফেললেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের ফলাফলই সবথেকে হতাশাজনক, জানিয়ে দিলেন রবি শাস্ত্রী
From starting as a teenager on the same day in 2008 to reflecting on the journey 11 years after, I couldn't have dreamt of the blessings God has showered me with. May you all get the strength and power to follow your dreams and always follow the right path. ????????????????#forevergrateful pic.twitter.com/sTZ7tKEoMz
— Virat Kohli (@imVkohli) August 19, 2019
এদিন টুইটারে বিশ্বের এক নম্বর ব্য়াটসম্য়ান লিখলেন," আজকের দিনেই ২০০৮ সালে তরুণ ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে ১১টি বছর পেরিয়ে গেল। কখনও ভাবতে পারিনি যে, ভগবানের আশীর্বাদ এভাবে আমার সঙ্গে থাকবে। আমি আশা করি আপনারাও সঠিক পথে থেকে স্বপ্নপূরণের শক্তি পান।"
DDCA president @RajatSharmaLive and Apex Council decide to name one Stand of Ferozshah Kotla stadium as ‘Virat Kohli Stand’ in honour of his achievements. @imVkohli joins @virendersehwag @BishanBedi @chopraanjum, Mohinder Amarnath and MAK Pataudi in elite list at the Kotla
— DDCA (@delhi_cricket) August 18, 2019
অন্য়দিকে গতকালই কোহলিকে অনন্য় সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিকট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। কোহলির ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় এবার তাঁর নামেই স্ট্য়ান্ড হচ্ছে। অতীতে এই মাঠেই বীরেন্দ্র শেহওয়াগ, বিষেন সিং বেদী, অঞ্জুম চোপড়া, মহিন্দর অমরনাথ ও মনসুর আলি খান পতৌদির নামে স্ট্য়ান্ড রয়েছে। তবে কোহলিই তরুণতম সক্রিয় ক্রিকেটার হিসেবে নিজের নামের স্ট্য়ান্ড দেখতে চলেছেন কোটলায়।
ডিডিসিএ-র প্রেসিডেন্ট রজত শর্মা জানিয়েছেন, "বিশ্ব ক্রিকেটে কোহলির অসাধারণ অবদান আমাদের গর্বিত করেছে। অসাধারণ সব মাইলস্টোন স্পর্শ করে অপ্রতিরোধ্য় ক্য়াপ্টেনসির রেকর্ড করেছে কোহলি। ওকে সম্মানিত করতে পেরে আমরা খুশি।"