Advertisment

মহারাজ-যুবরাজের সঙ্গে এলিট ক্লাবে এবার কিং

উইন্ডিজের বিরুদ্ধে ৪৫৩ রানের সৌজন্যে কোহলি হয়ে গিয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। কোহলির ওয়ান-ডে কেরিয়ারে এটি সপ্তম সিরিজ সেরার পুরস্কার। সমসংখ্যক ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংয়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Sourav Ganguly

মহারাজ-যুবরাজের সঙ্গে ক্রিকেটের এলিট ক্লাবে কিং (ছবি টুইটার)

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একটি রেকর্ড করেছেন বিরাট কোহলি। সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। উইন্ডিজের বিরুদ্ধে ৪৫৩ রানের সৌজন্যে কোহলি হয়ে গিয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। কোহলির ওয়ান-ডে কেরিয়ারে এটি সপ্তম সিরিজ সেরার পুরস্কার। সমসংখ্যক ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংয়ের।

Advertisment

এই এলিট ক্লাবে সবার ওপরে রয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর। ১৫ বার ওয়ান-ডে ক্রিকেটে সিরিজের সেরার পুরস্কার উঠেছে মাস্টারব্লাস্টারের হাতে। এরপরেই রয়েছেন শ্রীলঙ্কার মহান ক্রিকেটার সনথ জয়সূর্য। ১১টি ম্যান অফ দ্য ম্যাচ রয়েছেন তাঁর। দক্ষিণ আফ্রিকার শন পোলকের রয়েছে ৯টি। এই ক্লাবে রয়েছেন ক্রিকেটের আরও মহরথীরা। স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং  ও হাশিম আমলারাও সর্বাধিক ম্যান অফ দ্য সিরিজের তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: কোহলিকে জন্মদিনের অনন্য উপহার, মুম্বইয়ের শিল্পীর ‘বিরাট’ কীর্তি

উইন্ডিজের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে বিরাটের ব্যাট থেকে এসেছিল ১৮৪ রান। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শুরুটাই দুরন্ত মেজাজে করেছিলেন তিনি। প্রথম ওয়ান-ডে ম্যাচে ১৪০ করার পর দ্বিতীয় ওয়ান-ডে-তে ১৫৭ করেন তিনি। এমনকি তৃতীয় ওয়ান-ডে ম্যাচেও কোহলি শতরান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১০৭।

বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ন’উইকেটে জিতেছে ভারত।৩-১ সিরিজ জয়ের স্বাদ পেয়েছে কোহলি অ্যান্ড কেং। এদিন প্রথমে ব্যাট করে উইন্ডিজ ১০৪ রান তুলেছিল। জবাবে ১৪.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত শর্মা (৫৬ বলে অপরাজিত ৬৩) ও বিরাট কোহলির  (২৯ বলে অপরাজিত ৩৩) ব্যাটে ভর করে অনায়াসে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

Virat Kohli Sourav Ganguly Yuvraj Singh Sachin Tendulkar
Advertisment