/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/wer.png)
সি-বিচে বিরুষ্কার সেলফি, টুইটারে মাতলেন নেটিজেনরা
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই পর্যুদস্ত করেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় দল দু'সপ্তাহের ব্রেক পেয়েছে। তারপরেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে কোহলি অ্যান্ড কোং। জাতীয় কর্তব্য় শুরু করার আগে কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেই সময় কাটাচ্ছেন। অন্তত বুধবার বিরাটের ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করা ছবি দেখে তেমনটাই মনে হচ্ছে।
আরও পড়ুন: বিরুষ্কার একান্ত মূহুর্তরা ফ্রেমবন্দি
— Virat Kohli (@imVkohli) September 11, 2019
ওয়েস্ট ইন্ডিজে বিরাটের সঙ্গে ছিলেন অনুষ্কা। যখনই সুযোগ পেয়েছেন তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। সোশাল মিডিয়াতে ছবিও পোস্ট করেছেন বিরুষ্কা। তবে এদিন কোহলি যে ছবি পোস্ট করেছেন সেটা দেখে যদিও বোঝা যাচ্ছে না যে, তাঁরা কোথাও ঘুরতে গিয়েছেন নাকি ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জেই তোলা হয়েছিল এই সেলফি।
আরও পড়ুন: খালি গায়ে ‘দার্শনিক’ কোহলি! ট্রোল-মিমের ঝড় তুললেন নেটিজেনরা
Kohli Hai To Mumkin Hai ????????????????????
— Narendra Modi fan (@narendramodi177) September 11, 2019
— Sanket Prajapati (@SanketP19311257) September 11, 2019
— Beet Farmer (@yeahiamrahul) September 11, 2019
আরও পড়ুন: অ্যান্টিগায় ইয়টে মাতলেন বিরুষ্কা, জেট-স্কির মজায় কুলদীপ-জাদেজা
নেটিজেনরা দেশের সবচেয়ে চর্চিত কাপলের ছবিতে ফের একবার মুগ্ধ হয়েছে। কারোর মতে অনুষ্কার অভিব্য়ক্তিই এই ছবিতে আলাদা প্রাণের সঞ্চার করেছে। কারোর মতে এনারাই 'কাপল গোলস'। পোস্ট করার এক ঘণ্টার মধ্য়েই প্রায় ৪০ হাজার মানুষ পছন্দ করেছেন এই সেলফি।