সম্প্রতি সোশাল মিডিয়ায় যেসব চ্য়ালেঞ্জ ট্রেন্ড করে সেগুলোয় অংশ নিতে দ্বিতীয়বার ভাবেন না বিরাট কোহলি। সতীর্থ বা অন্য় কোনও খেলোয়াড়ের ছোঁড়া চ্য়ালেঞ্জ সবসময় হাসি মুখে গ্রহণ করেন ভারত অধিনায়ক।
শেষ তিন মাসে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে #BottleCapChallenge , কোহলি একটু দেরিতে হলেও সেই চ্য়ালেঞ্জ নিলেন। 'বেটার লেট দ্য়ান নেভার' লিখেই টুইটারে সেই ভিডিও পোস্ট করলেন। কোহিল এই চ্য়ালেঞ্জে একটু টুইস্ট আনেন। নিজের ব্য়াট চালিয়ে বোতলের ছিপি খুলে দেন। এই ভিডিও-র ব্য়াকগ্রাউন্ডে আবার রবি শাস্ত্রীর ধারভাষ্য় ব্য়বহার করেছেন।
আরও পড়ুন: ভিডিও দেখুন: পন্থ-কুলদীপ প্র্য়াকটিসের জন্য় বেছে নিলেন এই বিশেষ জায়গা
যাঁরা নিয়মিত টুইটার-ফেসবুক এবং ইনস্টাগ্রামের ফিড স্ক্রোল করেন তাঁদের কাছে বিষয়টা এখন পরিচিত। কিন্তু যাঁরা বটল ক্য়াপ চ্য়ালেঞ্জ সম্বন্ধে সেভাবে জানেন না, তাঁদের জন্য় এই চ্য়ালেঞ্জের ইতিহাসটা রইল। গত ২৫ জুন তাইকোন্ডো প্রশিক্ষক ও ফাইটার ফারাবি ড্য়াভেল্টচিন প্রথম বটল ক্য়াপ চ্য়ালেঞ্জ নেন।
এই চ্য়ালেঞ্জে মূলত এক কিকেই বোতলের ছিপি খুলে দেওয়াটা লক্ষ্য়। ফারাবি এই চ্য়ালেঞ্জ নেওয়ার পর মিক্সড মার্সাল-আর্টিস্ট হোলোওয়ে সেটি করেন ও ভাইরাল হয়ে যায় তারপর। এরপর একাধিক সেলিব্রিটি এই চ্য়ালেঞ্জ নেন। ক্রিকেটারদের মধ্য়ে শিখর ধাওয়ান ও যুবরাজ সিংও নিজেদের মতো করে বটল ক্য়াপ চ্য়ালেঞ্জে অংশ নেন।