Advertisment

ব্যাট হাতে তোলার আগে ভয়ে ছিলেন বিরাট, স্বীকার করলেন মহাতারকা

সেপ্টেম্বরের ১৯ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিসিসিআই আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করছে এবার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাঁচ মাস পর ব্যাট হাতে তুলে নেওয়ার পর একটু আশঙ্কাতেই ছিলেন। তবে অনুশীলন করতেই সেই জড়তা কেটে গেল। এমনটাই স্বীকার করে নিলেন বিরাট কোহলি।

Advertisment

প্রায় পাঁচ মাস পর শনিবারই প্রথমবার নেট অনুশীলনে নেমেছিলেন বিরাট। বিরাটের অনুশীলনে ছিলেন পেস তারকা ডেল স্টেইন থেকে আরসিবি ডিরেক্টর মাইক হেসনও। আরসিবি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এরপরে বিরাট বলেন, "যা ভেবেছিলাম একটু সহজই হল অনুশীলন। পাঁচ মাস ব্যাট হাতে না ধরার পর একটু ভীতই ছিলাম। তবে অনুশীলন ভালোই হয়েছে।"

আরও পড়ুন: আইপিএল ছেড়ে ভারতে ফিরে আসছেন রায়না

গত মরশুমে আরসিবির জার্সিতে সর্বোচ্চ রানের মালিক কোহলি। তিনি জানালেন, লকডাউনের সময় ফিট থাকাই তার অনুশীলনে সপ্রতিভ থাকার আসল কারণ। তিনি বলেছিলেন, "লকডাউনেও বেশ অনুশীলন চালিয়ে গিয়েছি। তাই ফিট থাকার অনুভবটাই গুরুত্বপূর্ণ। শরীর যত ফিট থাকবে ততই দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব হবে নেটে। এখন মনে হচ্ছে আরো ভালভাবে বল দেখতে পাচ্ছি। নাহলে শরীর আনফিট থাকলে তার প্রভাব মনেও পড়ে।"

সেপ্টেম্বরের ১৯ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিসিসিআই আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করছে এবার। সেই আইপিএল খেলতেই আরিসিবি গত সপ্তাহেই হাজির হয়েছিল দুবাইয়ে।

কোহলি ছাড়াও আরসিবির প্রথম নেট অনুশীলনে হাজির ছিলেন যুজবেন্দ্র চাহাল, শাহবাজ নাদিম, ওয়াশিংটন সুন্দররা। কোহলি জানালেন, "স্পিনারদের দেখে বেশ ছন্দেই মনে হয়েছে। নির্দিষ্ট এরিয়ায় বল রেখে গিয়েছে ওঁরা। শাহবাজ, ওয়াশিংটন দারুণ বল করেছে। চাহালকেও দেখলাম বেশ ভালো ছন্দে রয়েছে। সিমাররাও গতি ধরে রেখেছে। মোদ্দা কথা, শুরুর অনুশীলন ভালোই হল।"

আরসিবি ছাড়া দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস প্রত্যেকেই দুবাই, আবু ধাবিতে অনুশীলন সেরেছে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli RCB
Advertisment