সিডনিতে ইতিহাস লিখেছেন বিরাট কোহলি। ৭০ বছর পর প্রথম ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নজির গড়েছেন তিনি। বর্ডার-গাভাস্কর ট্রফিতে চার ম্যাচের টেস্ট সিরিজ কোহলি অ্যান্ড কোং ২-১ ছিনিয়ে নিয়েছে। সোমবার জয়ের পর গোটা দল যখন সিডনিতে 'ভিকট্রি ওয়াক' করছিল তখন বিরাট ডেকে নেন তাঁর জীবনের বিশেষ মানুষটিকেও।
They came. They conquered !!
History written and created by this bunch !!
Huge congratulations to all players, coaching unit and support staff ; (1/2) pic.twitter.com/lm3vnagjeb— Anushka Sharma (@AnushkaSharma) January 7, 2019
it takes undying perseverance & solid conviction to focus on what’s important and shut out the rest .???????????? So so happy and proud of you my love @imVkohli ❤ (2/2) pic.twitter.com/6O9y8ilYYy
— Anushka Sharma (@AnushkaSharma) January 7, 2019
কোহলির সঙ্গে এদিন সিডনির চক্কর কাটলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও। সবুজ গালিজা সাক্ষী থাকল প্রকৃত 'ক্রিকেট রোম্যান্সে'র। এই ছবি আর ভিডিও এই মুহূর্তে সোশ্যালে ভাইরাল। কখনও কোহলির হাতে হাত রেখে ঘুরলেন অনুষ্কা। তো কখনও আবেগপ্রবণ হয়ে বিরাটের মুখে মাথা গুজলেন তিনি। গত ১১ ডিসেম্বর ছিল বিরুষ্কার বিয়ের প্রথম জন্মদিন। বিরাটকে বিশেষ দিনে সঙ্গ দিতেই অনুষ্কা চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তারপর থেকেই এই দেশে বিরাটের সঙ্গে রয়ে গিয়েছেন বলিউডের প্রথমসারির এই অভিনেত্রী। নতুন বছরে একসঙ্গে সিডনির রাস্তায় ঘুরেছেন তাঁরা। আবার অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনের আমন্ত্রণে তাঁর বাসভবনেও হাজির ছিলেন অনুষ্কা।
???? | @AnushkaSharma and @imVkohli at Sydney Cricket Ground post India's historic win against Australia ???? #Virushka pic.twitter.com/IQxFH30dIn
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) January 7, 2019
আরও পড়ুন: ক্যাঙারুর দেশে বর্ষবরণ বিরুষ্কার, কী করলেন তাঁরা!
So proud to be a part of this team, great feeling! ???? This is not just a team this is a family. ???? Onwards and upwards from here on. ???????????????????????? @BCCI pic.twitter.com/K0PKG8g3uK
— Virat Kohli (@imVkohli) January 7, 2019
ঐতিহাসিক জয়ের পর বিরাট বললেন, "এখনও পর্যন্ত এটাই আমার সেরা কৃতিত্ব। সবার ওপরে থাকবে। যখন বিশ্বকাপ জিতেছিলাম তখন আমার বয়স অল্প ছিল। অনেকেই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন সেদিন। কিন্তু এই সিরিজটা দল হিসেবে আমাদের একটা আলাদা পরিচয় দেবে। আজ আমাদের এই কৃতিত্ব গর্ব করার মতো। এই প্লেয়ারদের অধিনায়ক হওয়াটা অত্যন্ত সম্মানের ও গর্বের। অবশ্যই উপভোগ করার একটা সময়। এই সিরিজে আমি বিশেষ ভাবে দু'জনকে ধন্যবাদ জানাতে চাই। চেতেশ্বর পূজারা ও ময়ঙ্ক আগরওয়াল ভীষণ স্পেশাল।"