Cricketer's Holi: দেখুন, তারকাদের হোলি: শচীন দলবল নিয়ে রাঙালেন যুবরাজকে, প্লাস্টার পায়ে দ্রাবিড়ও পেলেন না ছাড়!

Sachin Tendulkar’s Holi Prank on Yuvraj Singh, Rahul Dravid Celebrates with Rajasthan Royals! শচীন টেন্ডুলকর রঙে ভেজালেন যুবরাজকে, রাজস্থান রয়্যালসে রঙ খেললেন রাহুল দ্রাবিড়!

Sachin Tendulkar’s Holi Prank on Yuvraj Singh, Rahul Dravid Celebrates with Rajasthan Royals! শচীন টেন্ডুলকর রঙে ভেজালেন যুবরাজকে, রাজস্থান রয়্যালসে রঙ খেললেন রাহুল দ্রাবিড়!

New Update
Shafali Verma: শেফালি ভার্মা

Shafali Verma: শেফালি ভার্মা। (ছবি- ফেসবুক)

Watch: Sachin Tendulkar’s Hilarious Holi Prank on Yuvraj Singh, Rahul Dravid Celebrates with Rajasthan Royals!: ভারত জুড়ে প্রতিবারের মত এবারও আনন্দের সঙ্গে হোলি পালিত হল। সমাজের বিভিন্নস্তরের মানুষ এই উৎসবে অংশ নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটাররাও তা থেকে বাদ পড়লেন না। তাঁরাও ধূমধাম করে হোলি খেললেন। তার মধ্যে রাজস্থানে শচীন টেন্ডুলকার যুবরাজ সিংয়ের হোটেলের ঘরে গিয়ে তাঁকে পিচকিরি দিয়ে রঙে ভিজিয়ে দিলেন। শচীনের সঙ্গে অন্যরাও ছিলেন। তাঁরাও যুবরাজকে আবির এবং রঙে রাঙিয়ে দিলেন। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে (IML) ভারতের হয়ে খেলা এই দুই তারকা ক্রিকেটার হোলির দিনে মজার মুহূর্ত ভাগ করে নিলেন।

Advertisment

Advertisment

আরও পড়ুন- সুপার কাপে মোহনবাগানের জন্য সহজ প্রতিপক্ষ, ইস্টবেঙ্গলের সামনে কোন চ্যালেঞ্জ?

শচীন একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে তিনি বলেলেন, 'এই জলবন্দুক লোডেড এবং আমরা যুবরাজের ঘরের দিকে যাচ্ছি! ও এখনও ঘুমিয়ে আছে। কারণ গত রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অনেক ছক্কা মেরেছে!' এরপর তাঁর সতীর্থ ইউসুফ পাঠান ও রাহুল শর্মাকে সঙ্গে নিয়ে শচীন যুবরাজের দরজায় গিয়ে হোটেলকর্মীর কায়দায় দরজায় টোকা দিয়ে যুবরাজকে দরজা খুলতে বাধ্য করেন এবং সঙ্গে সঙ্গে তাঁকে রঙিন জলে রাঙিয়ে দেন!'

আবার, রাজস্থান রয়্যালসের সদস্যদের সঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ বলে পরিচিত রাহুল দ্রাবিড়কে। তিনি বর্তমানে পায়ের ইনজুরিতে ভুগছেন। রাহুলের বাঁ-পায়ে প্লাস্টার রয়েছে। তার পরও, রাজস্থান রয়্যালসের খেলোয়াড়রা তাকে আবির মাখানোর সুযোগ হাতছাড়া করেননি! একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা, বিশেষ করে যশস্বী জয়সওয়াল, দ্রাবিড়ের কাছে এসে বিনয়ের সঙ্গে তাঁর মুখে আবির মাখিয়ে দিচ্ছেন, যা এক মজার মুহূর্ত তৈরি করেছে।

সামনেই আইপিএল তার আগে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদেরও দেখা গেল হোলিতে রঙে পরস্পরকে রাঙিয়ে দিতে। তার মধ্যে রিংকু সিংয়ের আনন্দ যেন কমছিলই না!

একই ছবি ধরা পড়ল ডব্লিউপিএলের খেলোয়াড়দের মধ্যেও। যতই খেলার চাপ থাকুক। হোলি আর তার ছুটি তো বারবার আসবে না। খেলোয়াড়রা তাই কিছুতেই এই দিনগুলোকে মিস করতে চাইলেন না।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও দর্শকদের মধ্যে ক্রিকেটারদের প্রতি ক্রেজ বাড়াতে হোলি উৎসবের আয়োজন করেছিল। যা এককথায় দিনগুলোকে রঙিন করে তুলল।

sachin Teldulkar sachin holi cricket Yuvraj Singh Rahul Dravid