Advertisment

KBC-তে গিয়ে লাখ লাখ টাকা শেওয়াগ, সৌরভের পকেটে! কীভাবে খরচ, জানালেন নিজেরাই

সেপ্টেম্বরের ৩ তারিখে টিভিতে সম্প্রচারিত হল কেবিসি। সেই শো-য়ে সৌরভ, শেওয়াগ হাজির হতেই তা সুপারহিট। দুজনেরই জিতলেন ২৫ লক্ষ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার, সেপ্টেম্বরের ৩ তারিখে 'কৌন বনেগা ক্রোড়পতি' শো-য়ে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেওয়াগ। দুজনেই টিভি শো-য়ে ২৫ লক্ষ টাকা জিতলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রাপ্ত অর্থ দুজনেই মহৎ কাজে ব্যয় করবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কাজে ব্যয় করবেন ২৫ লক্ষ টাকা। বীরেন্দ্র শেওয়াগও 'বীরেন্দ্র শেওয়াগ ফাউন্ডেশন'-এর মাধ্যমে প্রাপ্য অর্থ খরচ করবেন সামাজিক কাজে।

Advertisment

'কৌন বনেগা ক্রোড়পতি'-র সৌরভ-শেওয়াগ পর্ব একদম সুপারহিট। দুজনেই শোয়ে ভারতীয় ক্রিকেটের বহু অজানা তথ্য শেয়ার করলেন। যে আগে কখনও শোনা যায়নি প্রকাশ্যে। সৌরভ নিজেও দাদাগিরি শো সঞ্চালনা করেন। কেবিসি-তে গিয়েও সৌরভ কিছুক্ষণের জন্য হোস্টের ভূমিকায় অবতীর্ণ হলেন। স্বয়ং অমিতাভ বচ্চনকে স্বভাবসিদ্ধ ভূমিকায় একের পর এক প্রশ্ন করতে দেখা গেল মহারাজকে।

আরও পড়ুন: সৌরভ না ধোনি, সেরার সেরা ক্যাপ্টেন কে! মুখ খুলে মুকুট পরালেন শেওয়াগ

কেবিসি-তে সৌরভ এবং শেওয়াগ দুজনেই প্রথম ৭ প্রশ্নের ক্ষেত্রে কোনও লাইফলাইন ব্যবহার করেননি। তারপরেই দুজনের লাইফলাইনের প্রয়োজন হয়। ২৫ লক্ষ টাকার জেতার পরেই সমস্ত লাইফলাইন ফুরিয়ে যায় সৌরভ-শেওয়াগদের। দুজনের কাছেই প্রশ্ন রাখা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে কোন ব্যাটসম্যানকে আউট করেছিলেন! তবে দুজনেই সঠিক উত্তর দিতে পারেননি।

সঠিক উত্তর হল ট্র্যাভিস ডাউনহিল। ২০০৯-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তারকাকেই আউট করেন ধোনি। সেই সময় ইতিমধ্যেই সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন। শেওয়াগ চোটের কারণে সেই টুর্নামেন্টে খেলতে পারেননি।

শো-য়ে সৌরভ, শেওয়াগ ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গও তোলেন। সৌরভ জানান, বায়ো বাবলের জীবন সত্যি বেশ কষ্টকর। মানসিক স্বাস্থ্যেও বেশ প্রভাব ফেলে বায়ো বাবল জীবন।

শেওয়াগের কাছে চ্যালেঞ্জ ছিল ইংরেজিতে নির্ভুল কথা বলা। তবে ইংরেজি শিখে সেই ভয় অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি। তবে শেওয়াগ জানালেন, মাতৃভাষায় তিনি গর্বের সঙ্গে কথা বলতে পছন্দ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Amitabh bacchan Sourav Ganguly amitabh bachchan Virender Sehwag
Advertisment