Advertisment

ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে 'অপমানিত' আক্রম, ফেলে দিতে বলা হল ইনসুলিন

সেই ১৯৯৭ থেকে ডায়াবেটিকে আক্রান্ত ওয়াসিম আক্রম। তাঁর কাছে বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ ইনসুলিন। বিশ্বের যে প্রান্তেই তিনি যান, ইনসুলিন সঙ্গে নিয়েই যান। এবার ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে তাঁর ইনসুলিন ফেলে দেওয়া হলো।

author-image
IE Bangla Web Desk
New Update
Wasim Akram left 'disheartened and humiliated' at Manchester Airport -- Know why!

ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে 'অপমানিত' আক্রম, ফেলে দিতে বলা হল তাঁর ইনসুলিন

সেই ১৯৯৭ থেকে ডায়াবেটিকে আক্রান্ত ওয়াসিম আক্রম। পাকিস্তানের কিংবদন্তি ফাস্টবোলারের কাছে বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ ইনসুলিন। বিশ্বের যে প্রান্তেই তিনি যান, ইনসুলিন সঙ্গে নিয়েই যান। এবার ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে তাঁর ইনসুলিন ফেলে দেওয়া হলো। অপমানিত হয়ে টুইট করলেন 'সুলতান অফ সুইং'।

Advertisment



সদ্য়সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে আক্রম ধারাভাষ্য় দেওয়ার জন্য় ইংল্য়ান্ডে ছিলেন। ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে এই অপ্রত্য়াশিত ঘটনার স্বীকার হয়েছেন বাইশ গজের আইকন। ৫২ বছরের ক্রিকেটার লিখেছেন, "ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। আমি সারা পৃথিবী ঘুরি আমার ইনসুলিন নিয়ে। কিন্তু কখনও এরকম বিব্রত হইনি। আমাকে অত্য়ন্ত রূঢ় ভাবে প্রশ্ন করা হয়েছে। অত্য়ন্ত অপমানিত বোধ করেছি। সকলের সামনে আমাকে বলা হয় ট্র্য়াভেল কোল্ড-কেস থেকে ইনসুলিনটা বার করে প্লাস্টিকের ব্য়াগে ফেলে দেওয়ার জন্য়।"

আরও পড়ুন: মালিঙ্গার মুকুটে নতুন পালক, আক্রমের সঙ্গে এক আসনে ‘টো-ক্রাশার’



আক্রম শুধু টুইটারে বিষয়টার ব্য়াখ্য়াই দেননি। তিনি ইনসুলিন কিটের ছবিও পোস্ট করেছেন। ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাক দলের গুরুত্বপূর্ণ সদস্য়ের সঙ্গে এ ধরণের আচরণের তীব্র নিন্দা করেছেন সকলে।২০১৯ বিশ্বকাপে আক্রমের দেশে ভাল পারফর্ম করতে পারেনি। পাঁচে শেষ করে তারা।

cricket pakistan
Advertisment