Advertisment

IPL 2020: কিংবদন্তি ক্রিকেটারের ডাকে সাড়া দিয়ে প্রীতির দলের ব্য়াটিং কোচ হলেন ওয়াসিম জাফর

IPL 2020: অভিজ্ঞ ওপেনার ওয়াসিম জাফরকে ব্য়াটিং কোচ হিসাবে নিযুক্ত করল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রীতি জিন্টার দলের ফ্র্য়াঞ্চাইজি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জাফরের নয়া ভূমিকার কথা উল্লেখ করে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Wasim Jaffer appointed as Kings XI Punjab batting coach

কিংবদন্তি ক্রিকেটারের ডাকে সাড়া দিয়ে প্রীতির দলের ব্য়াটিং কোচ হলেন ওয়াসিম জাফর (ছবি-ওয়াসিম জাফরের টুইটার থেকে)

অভিজ্ঞ ওপেনার ওয়াসিম জাফরকে ব্য়াটিং কোচ হিসাবে নিযুক্ত করল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রীতি জিন্টার দলের ফ্র্য়াঞ্চাইজি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জাফরের নয়া ভূমিকার কথা উল্লেখ করে দিয়েছে।

Advertisment

ক্রিস গেইল, কেএল রাহুলদের নতুন কোচ ও ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস হিসাবে দলে এসেছেন অনিল কুম্বলে। জাফর বলেছেন যে, তাঁর প্রাক্তন ভারত অধিনায়ক কুম্বলেই এই কাজের জন্য় তাঁকে বলেছিলেন।

publive-image

দ্য় টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বইয়ের ক্রিকেটার জানাচ্ছেন, “আমি কুম্বলের কাছে কৃতজ্ঞ। তিনিই বলেছিলেন আমাকে ব্য়াটিং কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য়। আমার কাছে এটা অত্য়ন্ত সম্মানের যে, আমি কুম্বলের ক্য়াপ্টেনসিতে দেশের হয়ে খেলেছি। অনেক কিছু শিখেছি ওনার থেকে। যদিও এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকাডেমির সঙ্গে রয়েছি। ওদের ব্য়াটিং কোচ আমি। আইপিএল আমার কাছে একটা দুরন্ত সুযোগ। এই অভিজ্ঞতা নেওয়ার জন্য় মুখিয়ে রয়েছি আমি।“

আরও পড়ুন-কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ হলেন অনিল কুম্বলে

৪১ বছরের জাফর কিন্তু এখনও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেন। ভারতের মিস্টার ক্রিকেট নামেও তাঁকে ডাকা হয়। ঘরোয়া ক্রিকেটের রাজা বিদর্ভের হয়ে খেলেন। এই মুহূর্তে নাগপুরে খেলছেন তিনি। সদ্য়ই জাফর ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০ রঞ্জি ম্য়াচ খেলার নজির গড়েছেন। শ্রীঘ্রই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ২০,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করার পথে। আর ৪৫৩ রান দূরে আছেন তিনি।

আরও পড়ুন-IPL 2020 Players Auction Live Streaming: কোথায়-কখন দেখবেন নিলাম, কাদের দিকে থাকবে চোখ?

যদিও জাফরের আইপিএল খেলার অভিজ্ঞতা খুবই কম। ২০০৮ সালে তাঁকে দলে নিয়েছিল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। কিন্তু সেভাবে তিনি মেলে ধরতে পারেননি নিজেকে। মাত্র ৮ ম্য়াচ খেলে ১৩০ রান করেছিলেন তিনি।  টি-২০ ফর্ম্য়াট আর তিনি প্রায় উল্টো মেরুতেই অবস্থান করেন। জাফরের থেকে জানতে চাওয়া হয়েছিল কীভাবে তিনি নতুন ভূমিকায় মানিয়ে নেবেন? জাফরের উত্তর, “হ্য়াঁ, এটা ঠিক যে খেলাটা একটু ফাস্ট। কিন্তু ব্য়াটিংটা একই। আমি নিজেও আইপিএলে খেলা বিশ্বের তাবড় ক্রিকেটারদের থেকে শিখতে পারব। আর আমার যে অল্পবিস্তর ক্রিকেটীয় শিক্ষা আছে তা দলের তরুণ ক্রিকেটাদের সঙ্গে ভাগ করে নিতে পারব। মূলত ভারতীয় ব্য়াটসম্য়ানদের সঙ্গেই।”

Kings XI Punjab IPL
Advertisment