Advertisment

দেখুন ভিডিও: বোলারের চাপ কমাতে টুপি হাতে দৌড় ওয়ার্নারের

অস্ট্রেলিয়া অবশ্য লিডসে জিতে সিরিজ ২-০ করার পথে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৫৬/৩। ক্রিজে ব্যাটিং করছেন জো রুট (৭৫) এবং বেন স্টোকস (৩)।

author-image
IE Bangla Web Desk
New Update
david warner

ডেভিড ওয়ার্নার (টুইটার)

ব্যাট হাতে ঝলসে ওঠেন নিয়মিত। সেই রূপ নিয়মিতই দেখে থাকে ক্রিকেট বিশ্ব। অ্যাসেজে এখনও সেভাবে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটাননি। তবে অ্যাসেজে এবার অন্য কারণে শিরোনামে তিনি। লিডস টেস্ট চলাকালীন দলের বোলারদের দিকে অভাবনীয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। যা নিয়ে ফের একবার সরগরম ক্রিকেট বিশ্ব।

Advertisment

কী করলেন বিধ্বংসী অজি ওপেনার? হেডিংলেতে ইংল্যান্ড ব্য়াটসম্যানদের তাড়াতাড়ি আউট করার প্রচেষ্টায় সর্বাত্মকভাবে ঝাঁপিয়েছিল অজি বোলাররা। সেই সময়ে বোলাররা যাতে নিজেদের এনার্জি ধরে রাখতে পারে, সেজন্য ওয়ার্নারকে দেখা যাচ্ছিল এক বোলারদের কাছ থেকে টুপি সংগ্রহ করে পিচের অন্যপ্রান্তে বোলারদের দিয়ে দিচ্ছিলেন। যাতে বোলাররা টুপি সংগ্রহ করার জন্য শক্তিক্ষয় না করে নিজেদের বোলিংয়ের দিকে ফোকাস করতে পারেন। যা দেখে কুর্নিশ করছে ক্রিকেট বিশ্ব। তারিফ করছেন ওয়ার্নারের উদ্যোগের।

আরও পড়ুন ৬৭ রানে অলআউট ইংল্যান্ড! হ্যাজেলউডের দাপটে বিপর্যয় ইংরেজদের

এমনিতে তিনি বিতর্কিত। বিপক্ষকে স্লেজিং করা থেকে স্যান্ডপেপার কাণ্ডে নাম জড়িয়েছে তাঁর। যদিও সানরাইজার্স হায়দরাবাদে থাকা ভিভিএস লক্ষ্মণ একবার ওয়ার্নার সম্পর্কে বলেছিলেন, "ওয়ার্নারকে সবাই ভুল বোঝে। ওঁকে দেখে অ্যান্ড্রু সাইমন্ডসের কথা মনে পড়ে যায়। সাইমন্ডস বলত, ও দলের এক সৈনিক ক্রিকেটার। আমার মনে হয়, ওয়ার্নারও এমন কথা ভাবে নিজের সম্পর্কে। দলের জন্য ওয়ার্নার যা কিছু তাই করতে পারে। মনে রাখতে হবে, স্যান্ডপেপার গেট কাণ্ডে ও দলের জন্য কতটা আত্মত্যাগ করেছে। যদিও এতে ওঁর কিছু উপকার হয়নি।"

যাইহোক, অস্ট্রেলিয়া অবশ্য লিডসে জিতে সিরিজ ২-০ করার পথে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৫৬/৩। ক্রিজে ব্যাটিং করছেন জো রুট (৭৫) এবং বেন স্টোকস (৩)। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন দুই ওপেনার বার্নস (৭) এবং জেসন রয় (৮)। চার নম্বরে নামা জো ডেনলি অর্ধশতরান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। শেষ দু-দিনে এখনও ইংরেজদের তুলতে ২০৩ রান। হাতে ৭ উইকেট।

Cricket Australia England
Advertisment