Advertisment

ভিডিও: সাক্ষীর জন্মদিনে দেখা মিলল গায়ক পাণ্ডিয়ার

পাণ্ডিয়া বরাবরই তাঁর ফ্ল্যামবয়েন্ট ইমেজের জন্য়ই পরিচিত। সাক্ষীর জন্মদিনে দেখা গেল এক অন্য পাণ্ডিয়াকে। বাইশ গজে ব্যাট-বলে ঝড় তোলেন তিনি। এবার মাইক্রোফোন মাতালেন পাণ্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni and Pandya

সাক্ষীর জন্মদিনে দেখা মিলল গায়ক পাণ্ডিয়ার (ছবি হার্দিক পাণ্ডিয়ার ইনস্টাগ্রাম থেকে)

আজ অর্থাৎ সোমবার তিরিশে পা দিলেন সাক্ষী ধোনি। কিন্তু মহেন্দ্র সিং ধোনি তাঁর জীবনের বিশেষ মানুষের বার্থ-ডে সেলিব্রেট করলেন একদিন আগেই। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। চোটের জন্য বিরাট কোহলিদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরা হয়নি পাণ্ডিয়ার। ভারতেই রয়ে গিয়েছেন তিনি। ফলে সাময়িক অবসরে পাণ্ডিয়া চলে এলেন সাক্ষীর জন্মদিনে।

Advertisment

পাণ্ডিয়া বরাবরই তাঁর ফ্ল্যামবয়েন্ট ইমেজের জন্য়ই পরিচিত। সাক্ষীর জন্মদিনে দেখা গেল এক অন্য পাণ্ডিয়াকে। বাইশ গজে ব্যাট-বলে ঝড় তোলেন  তিনি। এবার মাইক্রোফোনেও মাতালেন পাণ্ডিয়া। বলিউডের প্লে-ব্যাক গায়ক রাহুল বৈদ্য় ছিলেন সাক্ষীর জন্মদিনের পার্টিতে। তিনিই  'অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর জনপ্রিয় গান ‘চান্না মেরে আ’ গাইছিলেন। এই গানেই গলা মেলালেন পাণ্ডিয়া, সঙ্গ দিলেন সাক্ষীও। এদিন সাক্ষীকেও গান গাইতে দেখা গেল তাঁর বান্ধবীদের সঙ্গে।

আরও পড়ুন: শিশু দিবসে মাতল ধোনি কন্যা থেকে ধাওয়ান পুত্র

View this post on Instagram

Cake cutting ???????? #SakshiDhoni #Msdhoni

A post shared by Sakshi Singh Dhoni FC ???? (@_sakshisingh_r) on

ধোনি-সাক্ষীর কথা উঠলেই আরও একজনের নাম চলে আসে স্বাভাবিক ভাবে। সে আর কেউ নয়, খোদ জিভা। ধোনি কন্যাও এদিন ছিল চেনা মেজাজে। নিজদের মতোই ফ্লোরে ছুটোছুটি করে বেরাল সে। এই অনুষ্ঠানের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এর মধ্যে সাক্ষীর কেক কাটা তো রয়েছেই। এদিন পাণ্ডিয়া ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন ‘ফরএভার লাভ’। 

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ও রয়েছেন এখন ক্রিকেট থেকে দূরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে তাঁকে বাদ দিয়েই দল করেছিলেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিন ম্যাচের টি-২০ সিরিজে ধোনির কথা ভাবা হয়নি। ফলে মাহি এখন ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রয়েছেন।

cricket Hardik Pandya MS DHONI
Advertisment