তাসমানিয়ার বিপক্ষে খেলতে নেমেই বল হাতে আগুন ঝড়ালেন মিচেল স্টার্ক। দুই ইনিংসেই পাঁচ উইকেট করে সংগ্রহ করলেন তারকা অস্ট্রেলিয়ান পেসার। মোট ১০ উইকেট নিয়ে নিউ সাউথ ওয়েলশকে একাই কার্যত জয় এনে দিলেন স্পিডস্টার। কুইন্সল্য়ান্ডের বিপক্ষে আগের ম্য়াচে সেরা ফর্মে খেলতে পারেননি স্টার্ক। তবে তাসমানিয়ার বিপক্ষে নিজের চেনা ছন্দে পাওয়া গেল তাঁকে।
প্রথম ইনিংসেই স্টার্ক জাতীয় দলের সতীর্থ টিম পেইন এবং ম্যাথিউ ওয়েডকে আউট করেন। প্রথম ইনিংসে মাত্র ২৪.৩ ওভার বল করে ৪০ রান খরচ করে ৫ উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী অবতারে হাজির তিনি। ১৯.৫ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে তুলে নেন আরও পাঁচটা উইকেট। সবমিলিয়ে ২৯ বছরের পেসার দুই ইনিংস মিলিয়ে ৬০ রানের বিনিময়ে ১০ উইকেট নিলেন। দ্বিতীয় ইনিংসেই ১০টি মেডেন ওভার তাঁর নামের পাশে। দুই ইনিংস মিলিয়ে এই সংখ্যা ১৪।
তাসমানিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনার অ্যালেক্স ডুলান এবং বিউ ওয়েবস্টারের হাফসেঞ্চুরির সৌজন্যে তাসমানিয়া প্রথম ইনিংসে তোলে ২৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউ সাউথ ওয়েলশ ৩৬৪ তোলে স্কোরবোর্ডে। আগের ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। তবে তাসমানিয়ার বিপক্ষে শতরান তাঁর নামের পাশে। সেঞ্চুরি করেছেন মোজেস হেনরিক্সও। তৃতীয় উইকেটে দু-জনের পার্টনারশিপে ওঠে ১৯৭ রান। ব্যাটে হাতে যদিও রান পাননি ডেভিড ওয়ার্নার।
দ্বিতীয় ইনিংসে তাসমানিয়া কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে। ১৪০ রানে অলআউট হয়ে যায় তাঁরা। সর্বোচ্চ স্কোর দলনেতা ওয়েডের ৪০। জয়ের জন্য প্রয়োজনীয় রান নিউ সাউথ ওয়েলশ মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলে ফেলে।
Read the full article in ENGLISH