/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Mohamed-Salah.jpg)
ভিডিও দেখুন: সালাহার এই গোলেই তোলপাড় সোশ্যাল (ছবি টুইটার)
আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফায়ার ম্যাচে মিশর খেলতে নেমেছিল সোয়াজিল্যান্ডের বিরুদ্ধে। মিশরের ৪-১ গোলে জয় পাওয়ার ম্যাচে অসাধারণ একটা গোল করেছেন মহম্মদ সালাহা। কর্নার কিক থেকে সরাসরি তে-কাঠিতে বল রেখেছেন তিনি। দুর্দান্ত এই গোলের ভিডিও সোশ্যালে ভাইরাল হয়ে গিয়েছে। সালাহা ফের একবার বুঝিয়ে দিলেন কেন তিনি ‘ইজিপশিয়ান কিং’।
INCREDIBLE Goal from Mo Salah with Egypt ???????? pic.twitter.com/Xz09xFQNMr
— Castle of the Kop (@castleofthekop) October 12, 2018
What a goal salah???????????? pic.twitter.com/C4Dk29LrFA
— Peter Williams (@p_williams_0151) October 12, 2018
The shocking #goal by #Mo_salah in Swaziland from a corner kick! ???????????????????? @MoSalahpic.twitter.com/uKHkmIpIpO
— Gamal Alnashar (@GamalAlnashar) October 12, 2018
আরও পড়ুন: FIFA World Cup 2018: হঠাৎ কেন অবসরের কথা ভাবছেন মো সালাহ?
Mohamed Salah has just scored directly from a corner kick, unbelievable scenes! The King of Egypt is back amongst the goals ????????????
— RF9 ???????? (@SambaRole) October 12, 2018
যদিও এই ম্যাচের শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে সালাহকে। যদিও মিশরের সহকারি কোচ হ্যানি র্যামজি বলছেন যে, সালাহর চোট সেরকম গুরুতর নয়। পেশিতে টান ধরেছে তাঁর। যদিও স্ক্যান রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে সালাহর চোট কত’টা গভীর। গত মরসুমে সালাহার সৌজন্যে লিভারপুল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছিল। ৪৪টি গোল করে প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সালাহ।
রাশিয়া বিশ্বকাপে মহম্মদ সালাহর উপর অনেকেরই প্রত্যাশা ছিল। কিন্তু টুর্নামেন্টে নামার আগেই গত ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মারাত্মক চোট পান তিনি। সের্জিও র্যামোসের কড়া ট্যাকেলে চোখের জলেই মাঠ ছাড়েন তিনি। এই চোটের পর থেকেই সালাহর জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর মিশর এবছর ফের বিশ্বকাপ খেলল। তারা শেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। রাশিয়া দু'ম্যাচে দু'গোল করেছিলেন সালাহ। গ্রু পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল রাশিয়াকে।