কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ইস্তানবুল ডার্বি। শুক্রবার টার্ক টেলিকম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ক্লাব গালাসাতারে ও ফেনেরবাখ। এদিন দু’দলের খেলোয়াড়দের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল ময়দান। গোল উদযাপন দিয়ে ঝামেলার সূত্রপাত, গড়াল হাতাহাতিতে। জড়িয়ে গেলেন সমর্থকরাও।
এদিন ফেনেরবাখের মিডফিল্ডার জেইলসন ম্যাচের শেষ মুহূর্তে দুরন্ত গোল করে স্কোরলাইন ২-২ করেন। গালসাতারে ভেবেই নিয়েছিল এই ম্যাচে তারা ২-০ জয় পাচ্ছে। কিন্তু জেইলসন সমতাসূচক গোল করেই গালাসাতারের ফ্যানেদের বিদ্রুপ করেন। আর এতেই ফেটে পড়েন সমর্থকরা। এমনটাই রিপোর্ট ডেইলি মেইলের। ভিডিও-তে দেখা যাচ্ছে যে, ব্রাজিলের মিডফিল্ডার স্ট্যান্ডের দিকে ছুটে যান। আর তার পিছনে আসেন ফেনেরবাখের খেলোয়াড়রা। দেখা যায় আরও অনান্য খেলোয়াড়রাও এই সংঘাতে জড়িয়ে পড়ে। সমর্থকরাও মাঠে নেমে আসে। পুলিশ এসে গোটা পরিস্থিতি সামাল দেয়। আর এই ঘটনায় রেফারিও তিনটি লাল কার্ড দেখাতে বাধ্য হন।
আরও পড়ুন: ছোটদের বড় ম্যাচ ঘিরে অগ্নিগর্ভ ময়দান, মহিলাসহ আহত কয়েকজন
এই মুহূর্তে গালাসাতারে তুরস্কর সুপার লিগ টেবিলে দু’নম্বরে রয়েছে। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। অন্যদিকে ফেনেরবাখ সংসংখ্যক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।