/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/kevin-Koththigoda.jpg)
শ্রীলঙ্কান স্পিনারের অদ্ভূত বোলিং অ্যাকশন (টুইটার)
আবুধাবিতে জমিয়ে শুরু হয়ে গিয়েছে টি১০ লিগের খেলা। বিশ্বের প্রাক্তন, বর্তমান অনেক তারকাই অংশগ্রহণ করছেন এই লিগে। তবে এই লিগে নজর কেড়ে নিলেন শ্রীলঙ্কার স্পিনার কেভিন কোথথিগোদা। শরীর বেঁকিয়ে মুচড়ে তাঁর বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কেভিনকে দেখা গেল শেন ওয়াটসন, অ্যান্টন ডেভিচকে অদ্ভূত বোলিং অ্য়াকশন নিয়েই বল করতে।
শনিবারে খেলা ছিল বাংলা টাইগার্স বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্সের। সেই ম্যাচেই শিরোনামে শ্রীলঙ্কান স্পিনার। স্রেফ বোলিংয়ের কারণে।
#NewFavePlayer Kevin Koththiigoda. Consonant in a blender pic.twitter.com/9EmOBFuNOW
— Paul Radley (@PaulRadley) November 16, 2019
আরও পড়ুন ভিডিও: দু-হাতেই উইকেট নিচ্ছেন বোলার
পল অ্যাডমসকে মনে রয়েছে? দক্ষিণ আফ্রিকান প্রাক্তন স্পিনার অনেকটাই এই ভঙ্গিতেই বোলিং করতেন। ক্রিকেট রসিকরা বলতেন, 'ব্যাঙাচি' অ্যাকশন। সেই অ্যাকশনেরই যেন পুনর্জন্ম ঘটল কেভিন কোথথিগোদার হাত ধরে। যে কারণে তাঁকে ইতিমধ্যেই প্রাক্তন প্রোটিয়াজ স্পিনারের সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছেন। ২০১৭ সালে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে তিনি অংশগ্রহণ করেছিলেন।
Good news everyone. Kevin Koththigoda and his weird spin technique is on FreeSports. #T10Leaguepic.twitter.com/Mgctbhf7tI
— Tom Carnduff (@TomC_22) November 16, 2019
আরও পড়ুন ভিডিও: নিরাপত্তাকর্মীদের বোকা বানিয়ে বিরাটের পাশে ভক্ত
বোলিং অ্যাকশনের কারণে শিরোনামে উঠে আসা লঙ্কান স্পিনার কিন্তু পারফরম্যান্সে অতটা তাক লাগাতে পারলেন না। ২ ওভার বোলিং করে ২২ রান খরচ করলেন তিনি। ওভার পিছু ১১ গড়ে। শেন ওয়াটসনই জোড়া ছক্কা হাকালেন কেভিনের ওভারে।
প্রথমে ব্য়াট করতে নেমে বাংলা টাইগার্স ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৮ তুলেছিল। কলিন ইনগ্রাম ২১ বলে ৩৭ করে সর্বোচ্চ স্কোরার হলেন। অন্যদিকে রিলি রসৌ ১২ বলে ২৬ করে যান। জবাবে ব্যাট করতে নেমে গ্ল্যাডিয়েটর্স ১ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান স্কোরবোর্ডে তুলে দেয়। শেন ওয়াটসন গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে ২৫ বলে ৪১ করেন।
Read the full article in ENGLISH