/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Mickey-Edwards.jpg)
চোট পাওয়ার পরে মাটিতে মিকি এডওয়ার্ডস (টুইটার)
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট মার্শ কাপে খেলার সময় ভয়ঙ্কর চোটের আঘাত থেকে বাঁচলেন মহিলা ক্রিকেটার মিকি এডওয়ার্ডস। নিউ সাউথওয়েলশ-এর সঙ্গে খেলা ছিল কুইন্সল্যান্ডের বিপক্ষে। সেখানেই ব্যাটসম্যান স্যামুয়েল হেজেটের মারা প্রচণ্ড শট থেকে বাঁচলেন অজি মহিলা ক্রিকেটার। ভয়ঙ্কর ভিডিও প্রকাশ পাওয়ার পরে শিউরে উঠছে ক্রিকেট বিশ্ব।
ক্রিকেট.কম.এইউ-এর টুইটার হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে মিকি এডওয়ার্ডসের খাটো লেংথের বল সজোরে হাঁকাতে ব্যাটসম্যান স্যামুয়েল হেজেটকে। সেই বল সরাসরি এতে লাগে মিকি এডওয়ার্ডসের শরীরে। তিনি সঙ্গেসঙ্গেই পড়়ে যান। তবে কিছুক্ষণ পরে উঠেই নিজের হাত পর্যবেক্ষণ করতে থাকেন মিকি। আসলে বল সরাসরি হাতে লাগে। কয়েক সেকেন্ডের রিফ্লেক্সে হাত সঠিক জায়গায় না রাখতে পারলে সরাসরি মাথায় আঘাত হানত ক্রিকেটারের। এতে প্রাণসংশয় হওয়ার সম্ভবনা ছিলই।
Thankfully, Mickey Edwards is OK after this scary moment at AB Field #MarshCuppic.twitter.com/lhuMm8lyjo
— cricket.com.au (@cricketcomau) September 22, 2019
আরও পড়ুন ছিটকে গেলেন স্মিথ, নামা হবে না লিডসে
মাথায় আঘাত সাম্প্রতিক কয়েক বছরে ক্রিকেটের বাইশ গজে বহুল চর্চিত। বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ফিল হিউজসের মৃত্যু নড়িয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। কয়েকদিন আগেই অ্যাসেজে জোফ্রা আর্চারের মারণ বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের ঘাড়ে। তারপরে কনকাশনের কারণে খেলতে পারেননি চতুর্থ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আগেই জানানো হয়েছিল, হেলমেটে গঠনগত কিছু পরিবর্তন আনতে চলেছে তারা। যাতে মাথায় আঘাত লাগলেও চোটের সম্ভবনা কমে।
আরও পড়ুন টেস্টের ইতিহাসে প্রথম বদলি, স্মিথের জায়গায় খেলবেন লাবুশানে
প্রথাগত ব্যাটিং হেলমেটে ঘাড়ের কাছে অনেকটাই উন্মুক্ত থাকে। নতুন হেলমেটে ঘাড়ের উন্মুক্ত অংশ অনেকটাই ঢাকা সম্ভব হবে, জানানো হয়েছে এমনটাই। আপাতত ক্রিকেটবিশ্ব তাকিয়ে নতুন হেলমেটের দিকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us