Advertisment

দুবাইতে মজা করতে আসিনি, বিরাটের সোজা জবাব অনুশীলনের পরেই

ফাঁকা মাঠে খেলার প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, "দর্শক ফ্যাক্টর ভীষণ গুরুত্বপূর্ণ। গত দশ বছরে নিজের ব্যাটিংয়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাইনি।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুবাইয়ে ঘুরতে কিম্বা মজা করতে আসিনি। চাচাছোলা ভাষায় এমনটাই জানিয়ে দিলেন বিরাট কোহলি। দীর্ঘ কয়েক মাসের লকডাউন পর্ব সেরে আইপিএলে প্রস্তুতি শুরু করে দিয়েছে আরসিবি। অনুশীলনে নেমে পড়েছেন বিরাটও। সেই প্রস্তুতি পর্ব চলাকালীনই আরসিবি-র ইউটিউব শো 'বোল্ড ডায়ারিজ' এ বিরাট জানালেন, "পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ক্রিকেটের প্রতি ফোকাস সেভাবে ছিল না। তাই ততটা ক্রিকেটকে মিস করিনি।"

Advertisment

আইপিএলে জৈব নিরাপত্তা বলয় কতটা গুরুত্বপূর্ণ তা জানাতে গিয়ে কোহলি আরো বলেন, "টুর্নামেন্ট চলাকালীন বায়ো বাবল ব্যবস্থাকে সম্মান হবে। আমরা এখানে ঘুরতে, মজা করতে আসিনি।"

আরও পড়ুন রায়নাকে আর দেখা যাবে না সিএসকের জার্সিতে, বড় সিদ্ধান্তের পথে চেন্নাই

এরপরে কোহলির সংযোজন, "বর্তমান পরিস্থিতি আমাদের সবাইকে মেনে নিতেই হবে। আইপিএলের অংশ হওয়ার সুবাদে আমাদের সুযোগ সুবিধাও বেশি। এটা বোঝা জরুরি। এই মুহূর্তে পরিস্থিতির বাইরে গিয়ে এমন কিছু করা উচিত নয়, যাতে সমস্যা তৈরি হতে পারে।"

পাঁচ মাস পর ফিরে এসে আইপিএলে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে বিরাট বলেন, "কয়েকমাস আগে তো আমরা ভাবতেই পারিনি এই বছরেই আমরা আইপিএল খেলব। যখন অনুশীলনে নামছিলাম বেশ নার্ভাস লাগছিল। প্রথমে কিছুটা অস্বস্তি হলেও পরে ঠিক হয়ে গিয়েছে। সেভাবে আসলে ক্রিকেট মিস করিনি। জীবন এগিয়ে নিয়ে যাওয়া এতদিন গুরুত্বপূর্ণ ছিল।"

ফাঁকা মাঠে খেলার প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, "দর্শক ফ্যাক্টর ভীষণ গুরুত্বপূর্ণ। গত দশ বছরে নিজের ব্যাটিংয়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাইনি। রঞ্জিতে এমনটা হত। তবে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই কম বেশি গিয়েছি।"

নতুন বছরেই বাবা হচ্ছেন কোহলি। সেই অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে সুপারস্টার জানান, "এটা একটা অনবদ্য অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli RCB
Advertisment