Advertisment

IND vs ENG 4th T20I Pitch Report, Weather Update: বৃষ্টির জন্য ভেস্তে যাবে পুনে ম্যাচ? বিশাল আপডেট আবহাওয়া দফতরের

India(IND) vs England(ENG) 4th T20I MCA Pitch Report, Pune Weather: শুক্রবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচ। জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Varun Chakaravarty: বরুণ চক্রবর্তী রাজকোটে তাঁর ২য় টি২০-তে ৫ উইকেট নিয়েছিলেন

Varun Chakaravarty: বরুণ চক্রবর্তী রাজকোটে তাঁর ২য় টি২০-তে ৫ উইকেট নিয়েছিলেন। (ছবি- বিসিসিআই)

India vs England, 4th T20I MCA Pitch Report, Pune  Weather Forecast Update: রাজকোটে আগের ম্যাচে ব্যর্থ হওয়ার পর, শুক্রবার পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪র্থ টি২০-তে ভারত ঘুরে দাঁড়ানোর এবং সিরিজ জয়ের চেষ্টা চালাবে। মাত্র দুটি বিকল্প সিমার নিয়ে মাঠে নামার সময় ভালো বোলিং পারফরম্যান্স দেখালেও রাজকোটে শক্তিশালী ইংলিশ পেস আক্রমণের সামনে ভারতের ব্যাটিং অর্ডার কার্যত আত্মসমর্পণ করেছে। 

Advertisment

এই পরাজয়ের ফলে ভাসমান ব্যাটিং অর্ডারের কিছু ত্রুটি এবং স্পিন-বোলিং অলরাউন্ডারদের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রকাশ পেয়েছে। পুনেতে, দলে অর্শদীপ সিং-এর প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে। দলে জায়গা পেতে পারেন  ওয়াশিংটন সুন্দর ও সিম-বোলিং অলরাউন্ডার রমনদীপ সিং।

সম্ভাব্য একাদশ
ভারত: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, ওয়াশিংটন সুন্দর/ধ্রুব জুরেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

নজরে থাকবেন: বরুণ চক্রবর্তী বর্তমানে দারুণ ফর্মে আছেন। দ্বিতীয় টি২০-তে ৫ উইকেট নেওয়ায় তিনি 'ম্যান অফ দ্য ম্যাচ' হয়েছিলেন। ইংল্যান্ড বরুণ চক্রবর্তীকে আটকানোর চেষ্টা করবে।

Advertisment

ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

নজরে থাকবেন: অভিজ্ঞ আইপিএল তারকা অধিনায়ক জস বাটলার ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। 

ভারত বনাম ইংল্যান্ড স্কোয়াড
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ ও মার্ক উড।

ভারত-ইংল্যান্ড টি২০ রেকর্ড: ম্যাচ হয়েছে ২৭টি, ভারত জিতেছে ১৫টিতে, ইংল্যান্ড জিতেছে ১২টি ম্যাচে।

ভারত-ইংল্যান্ড ৪র্থ টি২০, পিচ রিপোর্ট
২০১২ সাল থেকে এমসিএ স্টেডিয়ামে ৪র্থ টি২০-তে পিচ চরিত্র বদলেছে। আগের খেলাগুলোয় ধীর গতির বোলাররা সাহায্য পেয়েছেন। কিন্ত, পেসাররা শেষ দুটি ম্যাচে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন। এমসিএ-তে চলতি মরশুমে ভারত এখনও পর্যন্ত দুটি ম্যাচে জিতেছে, দুটিতে হেরেছে।

আবহাওয়া রিপোর্ট
অ্যাকুয়াওয়েদার অনুসারে, ৩১ জানুয়ারি পুনেতে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসবে।

আরও পড়ুন- রোহিত নেই পাকিস্তানে, বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান

ভারত-ইংল্যান্ড ৪র্থ টি২০ ম্যাচে লাইভ স্ট্রিমিং
ভারত-ইংল্যান্ড ৪র্থ টি২০ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচটি ডিজনি+ হটস্টারে সরাসরি সম্প্রচারও করা হবে।

cricket Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India
Advertisment