প্রথম ম্যাচে একবলও খেলা হয়নি। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন ম্যাচ আধিকারিকরা। ৪৮ ঘণ্টা পরেই ভারতকে ফের একবার মোহালিতে খেলতে নামতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বরাভয় দিচ্ছে স্বয়ং আবহাওয়া দফতর। জানিয়ে দেওয়া হচ্ছে, ধর্মশালার মতো চণ্ডীগড়ে বৃষ্টি হবে না। কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, খেলা চলাকালীন মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। মেঘের কোনও চিহ্নই থাকবে না।
পাশাপাশি জানানো হয়েছে, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে ক্রিকেটারদের এতে দুশ্চিন্তা কমছে না। কারণ, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশ বেশি থাকবে, ৭০-৭৫ শতাংশ। ফলে গুমোট আবহাওয়ায় হাঁসফাঁস করবেন ক্রিকেটাররা।
আরও পড়ুন ধরমশালায় তুমুল বৃষ্টি, খেলা হওয়া নিয়ে শঙ্কা
কোহলিদের প্রথম ম্যাচই পণ্ড করল বৃষ্টি, খেলা হলো না এক বলও
সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে পাঞ্জাবে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। তাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টি খেলায় ব্য়াঘাত ঘটাবে, এমন সম্ভবনা খুব কম। তাই ২০ ওভারের ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছে মোহালি।
খেলা হলে মোহালির দর্শকরা পুরো উপভোগ করবেন, এমনটাই জানানো হয়েছে। ব্যাটিং পিচে রোহিত শর্মা, ধাওয়ানের মতো বিগ হিটাররা সুবিধা পাবেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যে চারটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে, তাতে ওভারপিছু রান উঠেছে ৯.১০। অতীতের ম্যাচের মতোই বোলারদের কাছে দুস্বপ্ন নিয়ে হাজির হতে পারে পিসিএ-র তত্ত্বাবধানে থাকা এই পিচ।
পরিসংখ্যান বলছে, মোহালিতে এতদিন পর্যন্ত সর্বনিম্ন স্কোর করেছিল পাকিস্তান। ২০১৬ বিশ্বকাপে নিউজিল্য়ান্ডের বিপক্ষে ১৫৮ করেছিল পাকিস্তানি ক্রিকেটাররা। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালির এই পিচেই ২১১ রান সফলভাবে তাড়া করে জিতেছিল ভারত। সেই ঘটনা প্রায় দশ বছর আগের।
Read the full article in ENGLISH