Advertisment

Alzarri Joseph leaving field: ক্যাপ্টেনের সঙ্গে ঝামেলা করে মাঠ ত্যাগ! ১০ জনেই ম্যাচ খেলল ওয়েস্ট ইন্ডিজ, তুঙ্গে বিতর্ক

England vs West Indies: ক্যাপ্টেনের সঙ্গে তুঙ্গে ঝামেলা জোসেফের। মাঠ ছাড়তেই গনগনে বিতর্ক। ক্রিকেট মাঠে এমন ঘটনার নজির বিশেষ একটা নেই বলেই তুমুল বিতর্ক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Alzarri Joseph, West Indies, আলজারি জোসেফ, ওয়েস্ট ইন্ডিজ,

Alzarri Joseph-West Indies: অধিনায়ক সাই হোপের ফিল্ড প্লেসমেন্টে জোসেফ অসন্তুষ্ট ছিলেন। (স্ক্রিনগ্র্যাব)

Alzarri Joseph clash with captain Shai Hope: ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপের সঙ্গে মতানৈক্যের পরে খেলা চলাকালীন মাঠ ছাড়লেন ক্রিকেটার আলজারি জোসেফ। তাঁকে অধিনায়ক থামতে বললেও তিনি থামেননি। পরিস্থিতি সামলাতে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি শেষ পর্যন্ত সাইডলাইনে চলে যান। তিনি তাঁর বোলারকে মাথা ঠান্ডা রাখতে পরামর্শ দেন। এই বিরল পরিস্থিতি তৈরি হল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ব্রিজটাউনে। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ সেখানে সবাইকে অবাক করে নিজের দলের অধিনায়ক সাই হোপের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।

Advertisment

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল। পাওয়ারপ্লেতে তাঁকে যে ফিল্ড সেটিং দেওয়া হয়েছিল, তা নিয়ে জোসেফ অসন্তোষ প্রকাশ করেন। তৃতীয় ওভারের শুরুর আগে ইংল্যান্ড যখন এক উইকেটে ৯, তখন সাই হোপ ইংল্যান্ডের ব্যাটার জর্ডান কক্সের জন্য যে ফিল্ডিং সাজান, তা নিয়ে  জোসেফ ক্ষোভ প্রকাশ করেন। জোসেফকে দুটি স্লিপের জায়গা নিয়ে ক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। এরপর জোসেফ চতুর্থ বলে ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে ছোড়া বলে বাউন্সার দিয়ে ইংল্যান্ডের ব্যাটারকে আউট করেন।

এই সময় ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি জোসেফকে মাথা ঠান্ডা রাখতে পরামর্শ দেন। কিন্তু, জোসেফ থামেননি। শেষ পর্যন্ত অ্যান্টিগুয়ান বোলার একটা উইকেট-সহ মেডেন ওভার নিয়ে মাঠের বাইরে গিয়ে ড্রেসিংরুমে চলে যান। এক ওভার ওয়েস্ট ইন্ডিজকে ১০ জনেই খেলতে হয়। তাঁর বদলি খেলোয়াড় ছিলেন হেইডেন ওয়ালশ জুনিয়র। কিন্তু, এরপর জোসেফ পরের ওভারের শেষে ফের মাঠে নামেন।

শেষ পর্যন্ত তিনি ১০ ওভারে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেসি কার্টে ও ব্র্যান্ডন কিং সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল।

আরও পড়ুন- ব্র্যাডম্যানও বাদ পড়ে ফিরে এসেছিলেন! বাতিল পৃথ্বীকে সর্বসেরা নক্ষত্রের সঙ্গে তুলনায় চিঠি এবার গ্রেগের

ধারাভাষ্য দিতে গিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মার্ক বুচার জোসেফের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, 'অনেক সময়ই মাঠে একজন অধিনায়ক আর একজন খেলোয়াড়ের মধ্যে দ্বিমত হয়। কিন্তু, সেটা বন্ধ দরজার পিছনে মিটিয়ে নেওয়া হয়। প্রত্যেককে নিজের কাজটা করতে হয়। ক্যাপ্টেন বোলারকে যেখানে বল করতে বলবে, বোলারকে সেখানেই বল করতে হবে।'

England Cricket Team West Indies Cricket Team Shai Hope Alzarri Joseph
Advertisment