/indian-express-bangla/media/media_files/2025/04/20/1ymbJqKiK1IXg1jaffds.jpg)
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা
West Indies cricket team emotional reaction: আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup) আসর ভারতে বসতে চলেছে। তবে এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী পর্বের ম্য়াচগুলো আয়োজন করা হচ্ছে পাকিস্তানে। এই পর্বে মোট ৬ দল অংশগ্রহণ করেছিল। শনিবার (১৯ এপ্রিল) আয়োজিত শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ১৬৭ রান দরকার ছিল। আর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে ১০.১ ওভারের মধ্যে এই রানটা তাঁদের করতে হত। এই রানটা তারা অর্জন করলেও, মাত্র ৪ বল বেশি খেলে ফেলেছিল। ফলস্বরূপ, পয়েন্টস টেবিলে বাংলাদেশ মাত্র ০.০১৩ নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে টেক্কা দেয়। আর আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে যায় ক্যারিবিয়ান ক্রিকেট দল।
যোগ্যতা অর্জনকারী পর্বে পাকিস্তান তাদের ৫ ম্য়াচ জিতে কোয়ালিফাই করেছে। যদিও এই টুর্নামেন্ট খেলার জন্য ভারতে আসবে না পাকিস্তান ক্রিকেট দল। তারা হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট খেলতে চায়। লড়াইটা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ছিল। কারণ মাত্র ২ দলই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারত। দুটো দলই তিনটে করে ম্য়াচ জিতেছে। তবে সামান্য নেট রানরেটের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়।
মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা
ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল ১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ঐতিহাসিক জয়লাভ করে। অধিনায়ক হেইলি ম্য়াথিউজ ২৯ বলে ৭০ রানের একটা ধামাকাদার ইনিংস উপহার দেন। অন্যদিকে, চিনলি হেনরি ১৭ বলে ৪৮ রান করেন। এই দলটা মাত্র ১০.৫ ওভারের মধ্যেই জয় হাসিল করে ফেলেছিল। কিন্তু, যদিও আরও ৫ বল কম খেলে তারা এই জয়টা অর্জন করতে পারত, তাহলে আজ বাংলাদেশের জায়গায় তারা বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলত।
এই হারের পর কার্যত ভেঙে পড়েন ক্যারিবিয়ান মহিলা ক্রিকেটাররা। মাঠের মধ্য়েই তাঁরা হাউহাউ করে কাঁদতে শুরু করেন। বাংলাদেশের নেট রানরেট ০.৬৩৯। সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ০.৬২৬। দুটো দলের নেট রানরেটে মাত্র ০.০১৩ পার্থক্য রয়েছে।
কোন কোন দল আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে?
ভারত (আয়োজক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা (শীর্ষ ৫ দল), বাংলাদেশ এবং পাকিস্তান (কোয়ালিফায়ার ম্য়াচ জেতা ২ দল)।
Pakistan Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফির 'বদলা' এবার বিশ্বকাপে! কোন ষড়যন্ত্র কষছে পাকিস্তান?
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। ৮ দলের মধ্যে মোট ৩১ ম্য়াচের আয়োজন করা হবে। বিশ্বকাপের ম্য়াচগুলো মুল্লানপুর (মোহালি), ইন্দোর, রায়পুর, তিরুবনন্তপুরম এবং বিশাখাপত্তনমে আয়োজন করা হবে।