India vs Pakistan Match: ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup) হাইব্রিড মডেলে আয়োজন করা হবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। আর এই জয়লাভের পরই হাইব্রিড মডেলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে থাইল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্য়াচ খেলতে নেমেছিল পাকিস্তান। এই ম্য়াচে জয়লাভ করেন পাক মহিলা ক্রিকেটাররা।
থাইল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সিদরা আমিন (৮০) এবং ফতিমা সানা (৬২)। আর সেই দৌলতেই পাকিস্তান ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। জবাবে থাইল্যান্ড ৩৪.৪ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায়। পাকিস্তানি বোলারদের মধ্যে রামিন শামিম ১৮ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেন। অন্যদিকে, নিশরা সান্ধু ১৯ রানের বিনিময়ে তুলে নেন আরও তিনটে উইকেট।
Pakistan Cricketer Shadab Khan: অভিনেত্রীকে লুকিয়ে টেক্সট, পরে অন্য কাউকে বিয়ে! পাক ক্রিকেটারকে ঘুরে হুলুস্থুল অভিযোগ
নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে পাকিস্তানের ম্য়াচ
যেহেতু পাকিস্তান ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, সেকারণে এই টুর্নামেন্ট সম্পূর্ণরূপে ভারতে আয়োজন করা হবে না। শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টে পাকিস্তান কোনও একটি নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্য়াচগুলো খেলবে। কিন্তু, সেই ভেন্যুটা কোথায় হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। আশা করা হচ্ছে যে শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরশাহীতে ম্য়াচগুলো আয়োজন করা হতে পারে।
Pakistan Cricket Team: এ কী কাঙাল দশা পাকিস্তানের! লজ্জায় মুখ পুড়ল বাবর-রিজওয়ানদের
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি ভারতও
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পড়েছিল পাকিস্তানের উপর। সেইসময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য় টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না। ব্যাপারটি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। এরপর আইসিসি-র হস্তক্ষেপে গোটা বিষয়টা সমাধান হয়। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় ম্য়াচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। সঙ্গে এও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ২০২৭ সাল পর্যন্ত যতগুলো ম্যাচ আয়োজন করা হবে, প্রত্যেকটাই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। আর সেকারণেই আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।